আইএমএফের ৬ হাজার কোটি টাকার সহযোগিতা

imfস্টকমার্কেটবিডি ডেস্ক :

চলমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশের জন্য ৭৩ কোটি ২০ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছে দাতা সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (বিনিময় হার ৮৫ টাকা ধরে) ছয় হাজার ২২২ কোটি টাকা। প্রাপ্ত এই ঋণের বিপরীতে কোনো সুদ গুণতে হবে না।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া ঋণের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা।

এর আগে, এডিবি ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে, যা ইতিমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

গতকাল শুক্রবার (২৯ মে) আইএমএফের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ঋণ অনুমোদনের কথা বলা হয়েছে।

বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরো জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে এই ঋণের অর্থ ব্যয় করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনীতি গতিশীল রাখতে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো রয়েছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত বলছে আইএমএফ।
সংস্থাটি বলেছে, এসব বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে কি না, তা ঘনিষ্ঠভাবে নজর রাখা হবে এবং ভবিষ্যতে সহায়তা আরো বাড়ানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/

অভ্যন্তরীণ ফ্লাইট চালু সোমবার : বাড়ছে ভাড়া

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রায় দুই মাস ধরে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু হচ্ছে আগামী সোমবার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি ও নীতিমালা মেনে এয়ার লাইনসগুলোকে ফ্লাইট পরিচালনা করতে হবে। এর অংশ হিসেবে ফ্লাইটে যাত্রীর আসন বিন্যাস করতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। আর এজন্য আসনের অর্ধেকই খালি রাখার বাধ্যবাধকতায় টিকিটের দাম বাড়ছে বলে জানিয়েছে এয়ার লাইনসগুলো।

ইউএস-বাংলা এয়ার লাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস ৭২ আসনের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করে। বেবিচকের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী ফ্লাইট পরিচালনার সময় প্রতি ফ্লাইটেই ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে। এ কারণে টিকিটের দাম কিছুটা বাড়বে। তবে যাত্রীর কথা চিন্তা করে আমরা ভাড়া সহনশীল পর্যায়ে রাখার চেষ্টা করছি। আগে ৭২টি আসন আটটি ক্লাসে বিভক্ত ছিল। প্রথম ক্লাসে টিকিটের মূল্য ছিল ২৭০০ টাকা। পরবর্তী ক্লাস ৩২০০ টাকা। কিন্তু এখন প্রতি ফ্লাইটে সর্বোচ্চ ৩৬টি আসনের টিকিট বিক্রি করা যাবে। তাই টিকিটের মূল্যও পাঁচটির বেশি ক্লাসে ভাগ করা যাচ্ছে না। অভ্যন্তরীণ রুটে আপাতত প্রথম ও দ্বিতীয় ক্লাসের টিকিটের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৩২০০ ও ৪২০০ টাকা। তবে এটি এখনো চ‚ড়ান্ত নয়।

বেবিচক সূত্রে জানা গেছে, নিরাপদে ফ্লাইট চলাচল নিশ্চিত করতে দেশের সব এয়ার লাইনস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও এভিয়েশন খাতের সঙ্গে জড়িত সবার জন্য ৩৫টি নির্দেশনা দিয়ে ১০ মে একটি সার্কুলার জারি করেছে বেবিচক। এতে চেক-ইন, ইন-ফ্লাইট সার্ভিস, ক্রুদের নিরাপত্তা, সার্বিক দিক-নির্দেশনা, এয়ার লাইনস প্রতিষ্ঠানকে নির্দেশনা, ক্রুদের কোয়ারেন্টিন ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট মেইনটেন্যান্স, কেবিন এয়ার ফিল্টারেশন, অক্সিজেন মাস্কসংক্রান্ত নির্দেশনা, ফ্লাইটে সন্দেহজনক রোগী পেলে করণীয় সম্পর্কে অবহিত করার বিষয়ে এয়ার লাইনসগুলোকে কী কী করতে হবে সেসব বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেবিচকের বেঁধে দেয়া নির্দেশনা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে। আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনসহ নানা রকম সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পরিচালন ব্যয় বেড়ে যাবে। তবে যাত্রীদের কথা বিবেচনা করে এখনই ভাড়া বাড়ানো হচ্ছে না। আগের নিয়মেই আসন প্রাপ্যতার ওপর ভাড়া বাড়বে-কমবে।

স্টকমার্কেটবিডি.কম/

মৃত পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান ওয়ালটনের

waltonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাযুদ্ধে প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ওয়ালটন গ্রুপ।

অনুদানের টাকা বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের হাতে তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণ হারানো ১৪ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

করোনাযুদ্ধে পুলিশের অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার থেকে পূর্ণ লেনদেনে ফিরছে ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়, রবিবার থেকে দেশের ব্যাংকগুলোতে আগের মতই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন হবে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই মাস সীমিত পরিসরে চালু থাকার পর আগামীকাল রবিবার থেকে দেশের ব্যাংকগুলোকে স্বাভাবিক লেনদেন সময়ে ফিরতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়, রোববার থেকে দেশের ব্যাংকগুলোতে আগের মতই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন হবে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।

সরকারি এই নির্দেশনা অনুযায়ী, যতদিন সীমিত আকারে গণপরিবহন চলবে, ততদিন কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু ৩১ মে থেকে

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামীকাল রবিবার (৩১ মে) থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) লেনদেন চালুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমতি দেওয়া হয়।

বিএসইসি’র কমিশন সভার বিষয়ে নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তাররোধে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় প্রণীত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত অফিস আদেশ পরিপালন সাপেক্ষে উভয় স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) লেনদেন ও সেটেলমেন্ট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এ সংক্রান্ত সব কর্মকাণ্ড পুনরায় শুরু করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে অনাপত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/