1. আল-আরাফাহ ব্যাংক
  2. কাশেম ড্রাইসেলস
  3. সাইফ পাওয়ারটেক
  4. ইফাদ অটোস
  5. স্কয়ার ফার্মা
  6. এএফসি এগ্রো
  7. ফার কেমিক্যাল
  8. কেডিএস লিমিটেড
  9. একটিভ ফাইন
  10. আরএসআরএম।

সূচক বাড়লেও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। এই বাজারে সূচকের উত্থানে শেষ হয়েছে দিনের লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে।

বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭২৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। যা গতকাল ছিল ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কাশেম ড্রাইসেলস, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, এএফসি এগ্রো, ফার কেমিক্যাল, কেডিএস লিমিটেড, একটিভ ফাইন ও আরএসআরএম।
বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

১৬(১) ও ১৯(১) ধারায় কেয়া কসমেটিকসের বোর্ড সভা আজ

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের ১৬(১) ধারায় বোর্ড সভা আজ ২৯ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ রবিবার বিকাল ৪টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১)ধারায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কেয়া কসমেটিকস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই দিন বিকাল ৩টায় আরো একটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

কেয়া কসমেটিকস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ডেল্টা লাইফের ঋণমান ‘এএএ’

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ঋণমান ‘এএএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে এমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৫ সালের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

লিন্ডে বিডির ১২৩ কোটি টাকার নতুন বিনিয়োগ

lindeনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বিডি নিজেদের একটি নতুন প্রকল্পে ১২৩ কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি লিন্ডে বিডিতে ১২৩ কোটি টাকার এই নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। কোম্পানির নারায়নগঞ্জের রুপগঞ্জে এএসইউ প্রকল্পে এই বিনিয়োগ করা হবে।

কোম্পানিটির নিজস্ব তহবিল থেকে এই অর্থায়ন করা হবে। আর এই প্রকল্প বাস্তবায়ন হলে কোম্পানির মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১০০ টিপিডি।

আগামী ২০১৮ সালে ১ জানুয়ারি থেকে এই প্রকল্পে বানিজ্যিক উৎপাদন শুরু হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে