ডিএসইতে পিই রেশিও বেড়েছে .০৫%

PEনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.০৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.০৫ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫.০৪ পয়েন্ট। অর্থাৎ পিই রেশিও বেড়েছে ০.০১ পয়েন্ট বা ০.০৫ শতাংশ।

বর্তমানে খাত ভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.৯৯ পয়েন্টে, আর্থিক প্রতিষ্ঠানের ২৩.২৩, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১১.৬৮, প্রকৌশল খাতের ১৯.০৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৮২, পাট খাতের ১৩৪.৬৫, বস্ত্র খাতের ১১.২৪, ওষুধ ও রসায়ন খাতের ২২.৬৬, পেপার ও প্রকাশনা খাতের ৩১.৮৭, ভ্রমণ ও অবকাশ খাতের ১৬.৯৪, সেবা ও আবাসন খাতের ২১.৯৭, সিমেন্ট খাতের ৩১.০০, তথ্যপ্রযুক্তি খাতের ১৭.৫২, চামড়া খাতের ২৮.৫৩, সিরামিকস খাতের ২৮.৬৩, বীমা খাতের ১৬.৯৫, টেলিযোগাযোগ খাতের ১৮.৪১ ও বিবিধ খাতের ২৮.৭৩ পয়েন্ট ।

উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ডিএসইতে সপ্তাহের লেনদেন বেড়েছে ২৩%

h indexনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ২৩ শতাংশ। এ সপ্তাহে বেড়েছে প্রতিদিনের গড় লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ২২.৬৪ শতাংশ। সর্বশেষ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২,১৯৬ কোটি ৯ লাখ ৩৩ হাজার টাকা। যা আগের সপ্তাহে এ লেনদেন হয়েছিল ১৭৯০ কোটি ৬৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার। এ হিসাবে এলেনদেন বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ২১ লাখ টাকা। আর আগের সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ দশমিক ৯৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৪৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ডিএসই’র সাথে কাজ করতে আগ্রহী আমেরিকান প্রতিষ্ঠান

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আমেরিকান প্রতিষ্ঠান সিএফএ ইন্সটিটিউট। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর বৃহস্পতিবার ডিএসইর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিএফএ’র প্রেসেডেন্ট পল স্মিত বাজার উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দেন। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট জনাব পল স্মিত এর নেতৃত্বে ছয় সদেস্যর এক প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালার সাথে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ড. স্বপন কুমার বালা তাদের ডিএসইতে স্বাগত জানিয়ে ডিএসই’র বর্তমান কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে বাংলাদেশের শেয়ারবাজারে ডিএসইতে সিএফএ কোয়ালিফাইডদের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন।

পল স্মিত বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে ডিএসই’র সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এবং তিনি প্রতিবছর ডিএসই থেকে কয়েকজনকে সিএফএ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বৃত্তি প্রদানের আশ্বাস প্রদান করেন ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার আরিফ খান, ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের হেড অব ইর্মাজিং মার্কেটস লুৎফে সিদ্দিকী, হংকংয়ের এপিএসি সিএফএ ইন্সটিটিউটের ম্যানেজার উইলিয়াম বৈভিন ও পরিচালক মিস বেরেন্ডা হু , বিআইপিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শাহিদুল ইসলাম।

এসময়ে ডিএসই’র পক্ষে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম. জিয়াউল হাসান খান, প্রধান রেগুলেটরি কর্মকর্তা আবদুল মতিন।