সিপিডি নিয়ে সমালোচনা করলেন অর্থমন্ত্রীর

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর আয়ের উৎস জানতে চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘তারা কোথা থেকে আয় সংগ্রহ করে তা জানতে হবে।’

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডি সব সময় নিজেদের লাইনে চলে। কিন্তু আমি যে দেশের জনগণের নুন খাই সে দেশের গুণ গাই।’

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারেরও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো সরকারের আয় দিয়ে পরিচালিত হয়। কিন্তু সিপিডি পরিচালিত হয় কীভাবে? তাদের আয়ের উৎস কী? তারা এ পর্যন্ত কত জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন এখন প্রমাণিত। কারণ গত ১০ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধি এর বড় প্রমাণ। জিডিপি অর্জনে কোনও ম্যাজিক নেই।’

স্টকমার্কেটবিডি.কম/

৪ মাসে রেমিটেন্স এসেছে ৬ বিলিয়ন ডলার

dollarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে ১৬৪ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন তারা। এই অংক এক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। আর গত বছরের অক্টোবরের চেয়ে বেড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ।

আর এ নিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৬ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে সুখবর দিয়ে শেষ হয় ২০১৮-১৯ অর্থবছর। গত অর্থবছরে আগের বছরের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তার আগে ২০১৭-১৮ অর্থবছরে রেমিটেন্সে প্রবৃদ্ধি ছিল আরও বেশি; ১৭ দশমিক ৩২ শতাংশ।

দুই শতাংশ হারে প্রণোদনা, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।

স্টকমার্কেটবিডি.কম/

তৈরি পোশাক খাত ডিজিটাল করার প্রশংসা বিশ্বব্যাংকের

467955753559e14037473fff49839169-5dc01809b2c52স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ডিজিটাল পদ্ধতিতে মজুরি দেওয়ার প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সোমবার (৪ নভেম্বর) ঢাকার আশুলিয়ায় নিউএজ গ্রুপের কারখানা পরিদর্শনের সময় বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এই প্রশংসা করে।

মোবাইলভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের প্রতিনিধি দল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন দেওয়ায় পোশাককর্মীদের জীবনযাত্রার পরিবর্তন এবং কারখানাগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির খোঁজখবর নেয়।
প্রসঙ্গত, বর্তমানে ২৮০টি তৈরি পোশাক কারখানার প্রায় সাড়ে ৩ লাখ পোশাককর্মী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পাচ্ছেন।

বিশ্ব ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাট্রিজিও প্যাগানো বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতে আমরা ব্যাপক পরিবর্তন দেখেছি। আগে কারখানাগুলো নগদ টাকা বা ব্যাংকের মাধ্যমে বেতন দিতো, যা ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষ ছিল। ডিজিটাল পদ্ধতিতে বেতন দেওয়ার বিষয়টি কর্মী ও মালিক উভয়ের জন্য লাভজনক। এ পদ্ধতিতে বেতন দিয়ে কারখানাগুলো আরও গতিশীল, উৎপাদনক্ষম ও কর্মীবান্ধব হয়ে উঠছে।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সামগ্রিক পেমেন্ট ডিজিটাইজেশনের ওপরে আলোকপাত করেন। নারী শ্রমিকনির্ভর তৈরি পোশাক খাতে ডিজিটাল পদ্ধতিতে বেতন বিতরণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিমও ডিজিটাল মাধ্যমে বেতন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

পেঁয়াজ নিয়ে সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি ডেস্ক :

বেশ কিছুদিন থেকে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়লেও কমার বিষয়ে কোনও সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বরং পেঁয়াজের বাজার দর স্বাভাবিক হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে বলে জানান তিনি।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ (সোমবার) আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। মন্ত্রণালয় থেকে আজ চট্টগ্রামে একটা টিম গেছে। একজন উপসচিবকে সেখানে পাঠানো হয়েছে। খাতুনগঞ্জে গিয়ে তারা বাজার মনিটরিং করছেন। সবদিক দিয়েই আমরা দেখছি।’
মন্ত্রী জানান, ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা, দেশে চাষ করা পেঁয়াজ না উঠা এবং আমদানির বড় লট না আসা পর্যন্ত বাজার একটু চড়াই থাকবে। আমরা আশা করছি, আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে আমদানির বড় লট দেশে পৌঁছবে।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ১০ হাজার টন লটের পেয়াজ আসতে শুরু করেছে। আগামী ১০ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৫০ হাজার টনের লট আসতে শুরু করবে। তখন বাজারে কিছুটা প্রভাব পড়বে।’

‘ভারত বেঙ্গালুরু জোন থেকে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেঙ্গালুরু থেকে ৯ হাজার টন পেঁয়াজ আসবে। তবে ভারতের যে অঞ্চল থেকে আমাদের দেশে পেঁয়াজ আসে (নাসিক) সেখান থেকে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। তবে আমরা যোগাযোগ করছি, নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয়।’

আরও ১৫ থেকে ২০ দিন বাজারে দামের প্রভাব থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশে আগাম পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে এখনও সেইভাবে উঠেনি। এ মাসের শেষ দিকে নিজস্ব পেঁয়াজ উঠবে।’

স্টকমার্কেটবিডি.কম/

জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১১ নভেম্বর

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস  লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৪ টায় রাজধানীর খিলক্ষেতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইবনে সিনার বোর্ড সভা আহবান

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস   লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর আসাদগেটে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

জুয়েলার্স সমিতির নির্বাচন হাইকোর্টে স্থগিত

89653cab6842761a8acd99b4e36cd37e-593bbb040db2aস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ইমাম হাসান সাংবাদিকদের বলেন, সমিতির ২০১৯-২০২১ সেশনের নির্বাচনের জন্য ১২ সেপ্টেম্বর প্রাথমিকভাবে একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ১১৪ জনের বিষয়ে আপত্তি জানিয়ে গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনি বোর্ডে আবেদন করেন প্রার্থী বিপুল ঘোষ (শঙ্কর)।

রুলে এফবিসিসিআই এর আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ ১২৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিমানের উন্নয়নে মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী

mahbub-aliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমানের উন্নয়নে মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশের সেবা বিশ্বমানের। বিমানের পাইলটরা বিশ্বের মধ্যে অন্যতম। প্রতিনিয়ত বিমানে যুক্ত হচ্ছে নতুন নতুন বহর। আরও বেশকিছু বহর অপেক্ষায় রয়েছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনব্যাপী ‘এশিয়া-প্যাসিফিক রিজিওনাল মিটিং-২০২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের সব বিমানবন্দরকে ঢেলে সাজানোর কাজ চলছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের কাজ চলছে।
ক্যাপাসিটি বিল্ডাপসহ বিমানে প্রতিনিয়ত নতুন নতুন বহর যুক্ত হচ্ছে।

কক্সবাজারে নতুন টার্মিনাল নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, দেশের সব বিমানবন্দরকে আরও আধুনিক করার কাজ চলমান রয়েছে। অত্যাধুনিক হবে দেশের সব বিমানবন্দর।

বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যাক নেকসকার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক হোসেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ন্যাশনাল টিউবস
  2. ব্র্যাক ব্যাংক
  3. নর্দার্ণ জুট মেনুফেকচারিং
  4. স্ট্যান্ডার্ড সিরামিকস
  5. ভিএফএস থ্রেড ডায়িং
  6. স্টাইল ক্রাফট
  7. ফরচুন সুজ
  8. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  9. প্রিমিয়ার ব্যাংক
  10. খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।