ডিএসইতে লেনদেন ৪০০ কোটিতে স্থির

2নিজস্ব প্রতিবেদক :

সূচকের সামান্য ইতিবাচক প্রবণতায় দিন পারলেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই নিয়ে টানা ছয় কার্যদিবসে ডিএসইতে ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন স্থির হয়ে আছে।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেন দিবসে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকা। বুধবারের তুলনায় ৩২ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন বাড়লেও ৪০০ কোটি টাকার বৃত্ত থেকে বের হতে পারেনি ডিএসই।

ডিএসইতে গত মঙ্গলবার ৪৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে সোমবার ৪৭৩ কোটি টাকা ও ৪৩৪ কোটি টাকার লেনদেন হয়।

বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বেড়ে যাওয়া এবং গত এক মাসের ব্যবধানে প্রাথমিক বাজারে (প্রাইমারী মার্কেট) দুই দুটি কোম্পানির আবেদন চলার কারণে কিছুটা মন্থর হয়ে পড়েছে শেয়ারবাজার। একই সঙ্গে জুুন ক্লোজিং কোম্পানিগুলোর লভ্যাংশ এবং সদ্যসমাপ্ত প্রান্তিকের প্রতিবেদন নিয়ে কিছুটা সিদ্ধান্তহীনতাকেই দায়ী করেছে বাজারসংশ্লিষ্টরা।

এছাড়া আগামী জুন মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ সীমা সংক্রান্ত কোন নির্দেশনা এখনও না আসাকেও কারণ হিসেবে দেখছেন অনেকেই। তাদের মতে, সরকারের পক্ষ থেকে ব্যাংকের বিনিয়োগসীমা সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন জরুরী।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মতিন স্পিনিংয়ের বোর্ড সভা আজ

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড আজ শনিবার বেলা ২ টা ৩০ মিনিটে বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মতিন স্পিনিং মিল লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন ১২.৫১% বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১২.৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেন বাড়লেও কমেছে সব ধরনের মূল্য সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২১৬ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৯৬৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭০ কোটি ২৭ লাখ ১০ হাজার ৩১ টাকার শেয়ার। এই হিসেবে লেনদেনের ১২.৫১ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টি কোম্পানির। আর দর কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৯৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ৪ দশমিক ২৫ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৬ দশমিক ৭৫ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক দশমিক .১২ শতাংশ বা ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে গত ১০ সেপ্টেম্বর অবস্থান করছে ৪৭৬০ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বাংলাদেশ স্টিল মিলস
  2. স্কয়ার ফার্মা,
  3. এসিআই
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. আমান ফিডস
  6. গ্রামিনফোন
  7. হেডেলবার্গ সিমেন্ট
  8. আলহাজ্জ টেক্সটাইল
  9. লিন্ডে বিডি
  10. ইবনে সিনা।