ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর

bsecস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সব ব্যাংক, বীমা, ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহকে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর অনুসরন করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে জানুয়ারি-ডিসেম্বর অর্থ বছর ধরে আর্থিক প্রতিবেদন তৈরী করতে হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮৩তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের নির্বাহি পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আর্থিক খাতের কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে কতিপয় সিকিউরিটিজ আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয় বলে কমিশনে জানানো হয়। এ সংক্রান্ত নির্দেশনা অতিসত্ত্বর জারী করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সপ্তম আইসিবি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেট ডেস্ক :

সপ্তম আইসিবি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে। কনভারসন গাইডলাইনস অনুসরন করার কারণে ফান্ডটির প্রসপেক্টাসে কিছু সংশোধনীসহ অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮৩তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশনের নির্বাহি পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ফান্ডটি মেয়াদি থেকে বে-মেয়াদিতে রুপান্তরিত হয়েছে। এর প্রাথমিক লক্ষ্যমাত্রা ৪৭ কোটি টাকা।

রুপান্তরিত ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইসিবি অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি ও ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ কাজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এস আলম স্টিলসের বোর্ড সভা ১ অক্টোবর

s alomস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১১ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রথম দিনেই ৫৫ শতাংশ শেয়ার হাতবদল

yakinনিজস্ব প্রতিবেদক :

লেনদেন শুরু প্রথম কার্যদিবসে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমারের ৫৫ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২৪ শতাংশ বা ২২.৪০ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ৮৯ লাখ ৪২ হাজার ১৯৮টি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২০ লাখ ৪৮ হাজার ৫০৫টি শেয়ার লেনদেন হয়। অর্থাৎ এ সময় কোম্পানিটির ১ কোটি ৯ লাখ ৯০ হাজার ৭০৩টি শেয়ার হাতবদল হয়।

এর আগে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে অভিহিত মূল্যে ২০ কোটি টাকা উত্তোলন করে। সেই হিসেবে লেনদেনের প্রথম কার্যদিবসে কোম্পানিটির লেনদেনযোগ্য শেয়ারের প্রায় ৫৪.৯৫ শতাংশ হাতবদল হয়।

জানা যায়, ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানিটির ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির ট্রেডিং কোড ‘YPL’ ও কোম্পানি কোড ১৩২৪১। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে স্ক্রিপ আইডি-৩২০২২, স্ক্রিপ কোড ‘YPL’।

এর আগে ইয়াকিন পলিমারের আইপিও আবেদন শুরু হয় ১০ জুলাই ও শেষ হয় ২০ জুলাই।

এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০১৫ থেকে মার্চ, ২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.০২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৭৮ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে প্রায় ৩১ শতাংশ।

এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫.৬৩ টাকা। যা ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে ছিল ১৪.৬১ টাকা। এছাড়া তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৬ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. ইয়াকিন পলিমার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. বাংলাদেশ সাবমেরিন
  5. শাহজিবাজার পাওয়ার
  6. সিঙ্গার বিডি
  7. স্কয়ার ফার্মা
  8. ন্যাশনাল টিউবস
  9. মবিল যমুনা
  10. আরএকে সিরামিকক্স।

ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে। এ সময় উভয় স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক ছিল ইতিবাচক অবস্থানে। ডিএসই ও সিএসইর বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১৪৭টির ও দর অপরিবর্তিত ছিল ৪৭টির প্রতিষ্ঠানের। এরই ধারবাহিকতায় ডিএসইতে ১৫ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৬৯২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যার বাজার দর ছিল ৫৫৫ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৫ কোটি টাকা।

দিনশেষে ডিএসইর সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ৫.২০ পয়েন্ট বেড়ে ৪৬৬৫.৩৫ পয়েন্টে স্থিতি পায়। এছাড়াও ডিএসইর শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস আগের কার্যদিবসের তুলনায় ২.৪৩ পয়েন্ট বেড়ে ১১২০.৪৯ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ২.৩৪ পয়েন্ট কমে ১৭৭১.০২ পয়েন্টে স্থিতি পায়।

বৃহস্পতিবার দিনশেষে টার্নওভার তালিকার শীর্ষে উঠে আসে যে সব কোম্পানি – ইয়াকিন পলিমার, ইউনাইটেড পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, মবিল যমুনা ও আরএকে সিরামিকক্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক লেনদেন আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৮ কোটি টাকা বেড়ে ৪০ কোটি ৯৯ লাখ টাকা অতিক্রম করেছে। এ সময় সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১০০টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের।

এ সময় সিএসইর সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ১৫.৪৬ পয়েন্ট বেড়ে ৮৭২৬.৪৫ পয়েন্টে স্থিতি পায়।

বৃহস্পতিবার সিএসইতে টার্নওভার তালিকার শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। এ সময় কোম্পানিটির ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও টার্নওভার তালিকায় ছিল- ইয়াকিন পলিমার, ইউনাইটেড পাওয়ার, একমি ল্যাব, বাংলাদেশ সাবমেরিন, লঙ্কা বাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড ও আরএকে সিরামিক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আগামী শনিবার খোলা থাকবে শেয়ারবাজার

dse-1-smbdনিজস্ব প্রতিবেদক :

সরকাররের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী শনিবার বন্ধের দিন শেয়ারবাজার খোলা রাখা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়

ঈদের আগে একদিন বিশেষ ছুটি কাটায় উভয় শেয়ারবাজার। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ ছুটি বাস্তবায়ন করা হয়।

এই বিশেষ ছুটি কাটানোর জন্য আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনও খোলা থাকবে ডিএসই। লেনদেন সহ সব ধরণের কার্যক্রম চলবে এদিন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বি

বুক বিল্ডিংয়ে ৫০ কোটি টাকা নিবে ডেল্টা হসপিটাল

deltaনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করতে চায় ডেল্টা হসপিটাল লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

উ‌ল্লেখ্য, ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৮৮ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড । আর রেজিস্টার টু দ্য ইস্যু হিসবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ।

আইপিও র মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানি ব্যবসা সম্প্রসারণের জন্য মেশিনাদি কিনবে। বাকি টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে চায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বি

কেন্দ্রীয় ব্যাংকের ‘রেড জোন’-এ তালিকাভুক্ত ৯ আর্থিক প্রতিষ্ঠান

bbনিজস্ব প্রতিবেদক :

ব্যাংকবহির্ভূত ১০ আর্থিক প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ বা ‘রেড জোন’-এ ঢুকেছে। এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি ৯ টি। চাপ সহনশীল (স্ট্রেস টেস্টিং) প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এই জোনে ফেলেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রতিবেদন তৈরিতে প্রতিষ্ঠানগুলোর সুদ হার বৃদ্ধিজনিত ঝুঁকি, ঋণ ঝুঁকি, সম্পত্তির (ইক্যুইটি) মূল্যজনিত ঝুঁকি ও তারল্য অভিঘাত—এ চার ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়। রেড জোনে পড়া প্রতিষ্ঠানগুলোকে নিবিড়ভাবে তদারকি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

চাপ সহনশীল প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে গ্রিন, ইয়েলো ও রেড—এ তিন জোনে ভাগ করা হয়। রেড জোনে পড়েছে এমন ১০ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএফআইসি), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, রিলায়েন্স ফিন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ২০১৫ সালের ডিসেম্বরভিত্তিক তথ্যের ভিত্তিতে এ চাপ সহনশীল প্রতিবেদন তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শান্তনু সাহা বলেন, ‘রেড জোনে থাকা মানেই খুব খারাপ অবস্থা, তা কিন্তু নয়। বিভিন্ন অভিঘাতের ফলে প্রতিষ্ঠানগুলোর অবস্থা কী হতে পারে, তার ভিত্তিতে জোনে ভাগ করা হয়। আমরা ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নিতে পারিনি, তাই রেড জোনে পড়ে গেছি। তবে আমাদের খেলাপি ঋণ কিন্তু বেশি নয়। আমরা চেষ্টা করছি সামনের প্রতিবেদনে রেড জোন থেকে বের হয়ে আসার।’

এদিকে, এক বছরে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালের শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল ১ হাজার ৯৭০ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার কোটি টাকা। ২০১৩ সাল শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল ১ হাজার ৭৭০ কোটি টাকা।

আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মফিজউদ্দিন সরকার বলেন, ২০১৫ সালে ব্যবসা-বাণিজ্য ভালো ছিল না। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানের পরিচালকেরা অর্থ বের করে নিয়েছেন, এর ফলেই গত বছর শেষে খেলাপি ঋণ বেড়ে গেছে।

রেড জোনে পড়া প্রসঙ্গে মফিজউদ্দিন সরকার বলেন, ‘আমাদের চলতি হিসাব আমানত নিতে পারি না, ঋণ করে ব্যবসা করতে হয়। আমরা জামানত ছাড়াই বড় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকি। আমাদের মূলধনও ছোট। ফলে অনেক ভালো প্রতিষ্ঠানও রেড জোনে পড়ে যাচ্ছে।’

জানা গেছে, নিয়মানুযায়ী রেড জোনে থাকা প্রতিষ্ঠানগুলোকে তিন বছরের মূলধন ব্যবস্থাপনার পরিকল্পনা জমা দিতে হয়। এ ছাড়া খেলাপি ঋণ আদায়, ঋণ বহুমুখীকরণ, শেয়ারে বিনিয়োগ ও আপত্কালীন তারল্য পরিকল্পনা জমা দিতে হয়। ইয়েলো জোনে থাকা প্রতিষ্ঠানগুলোকেও একইভাবে তদারকি করে বাংলাদেশ ব্যাংক। গ্রিন জোনে থাকা প্রতিষ্ঠানগুলোর কোনো সূচকে অবনতি ঘটলে কঠোরভাবে তদারকি করা হয়।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো ৪৪ হাজার ৮৪৭ কোটি টাকা ঋণ বা লিজ দিয়েছে। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৪ হাজার ১ কোটি টাকা। অর্থাৎ বিতরণের ৮ দশমিক ৯২ শতাংশ ঋণই খেলাপি।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির বিতরণ করা ঋণের পরিমাণ ১ হাজার ৬৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৮৮৪ কোটি টাকা। বিতরণ করা ঋণের ৮৩ দশমিক ১২ শতাংশই খেলাপি। প্রতিষ্ঠানটির পরিচালকদের অনিয়মের ফলে সরিয়ে দেওয়া হয় কয়েকজনকে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে পর্যবেক্ষকও। প্রতিষ্ঠানটির মালিকানাতেও পরিবর্তন এসেছে।

ফার্স্ট ফিন্যান্সের বিতরণ করা ঋণের পরিমাণ ৮৬৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৩৫৯ কোটি টাকা। বিতরণ করা ঋণের ৪১ দশমিক ৩৮ শতাংশই খেলাপি হয়ে গেছে।

পিপলস লিজিংয়ের বিতরণ করা ঋণের পরিমাণ ১ হাজার ৫২৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫২০ কোটি টাকা। অর্থাৎ খেলাপি হয়ে গেছে ৩৪ দশমিক ১৩ কোটি টাকা। পিপলস লিজিং থেকেও পরিচালকেরা অর্থ হাতিয়ে নিয়েছেন। ফলে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক বসিয়েছে। এ ছাড়া মালিকানা পরিবর্তনের পাশাপাশি চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে।

মাইডাস ফিন্যান্সিংয়ের ঋণের পরিমাণ ৬১৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১০৫ কোটি টাকা বা ১৭ দশমিক শূন্য ২ শতাংশ। অগ্রণী এসএমইর বিতরণ করা ঋণের পরিমাণ ৬০ কোটি টাকা। খেলাপি হয়ে গেছে ৭ কোটি টাকা (১১ দশমিক ৯৫ শতাংশ)।

প্রাইম ফিন্যান্সের খেলাপি ঋণ ১২০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৯ দশমিক ৭৪ শতাংশ। প্রিমিয়ার লিজিংয়ের খেলাপি ঋণ ১১৩ কোটি টাকা বা ৮ দশমিক ৯৯ শতাংশ। ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের খেলাপি ঋণ ৬৭ কোটি টাকা বা ৮ দশমিক ৬১ শতাংশ। ইউনিয়ন ক্যাপিটেলের খেলাপি ১২১ কোটি টাকা (৮ দশমিক ৪১ শতাংশ)। রিলায়েন্স ফিন্যান্সের খেলাপি ৩২৮ কোটি টাকা (৮ দশমিক ১৫ শতাংশ)।

এদিকে, ২০১৫ সাল শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ‘স্ট্রেস টেস্টিং’ রেটিংয়ে প্রথম ধাপে অর্থাৎ গ্রিন জোনে পড়েছে চারটি প্রতিষ্ঠান, দ্বিতীয় ধাপ অর্থাৎ ইয়েলো জোনে ১৮টি প্রতিষ্ঠান ও ১০টি আর্থিক প্রতিষ্ঠান রেড জোনে। যদিও ২০১৪ সাল শেষে গ্রিন জোনে ছিল চারটি, ইয়েলো জোনে ১৯টি ও রেড জোনে ছিল আটটি আর্থিক প্রতিষ্ঠান। প্রথম তালিকার প্রতিষ্ঠানগুলো থাকছে সাধারণ ক্যাটাগরিতে। এর পরের ধাপের প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে দুর্বল ও তৃতীয় ধাপের প্রতিষ্ঠানগুলোকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বি

ইয়াকিন পলিমার ২৫ থেকে ৩৭.৭০ টাকায় লেনদেন

yakinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১ টা পর্যন্ত এ শেয়ার সর্বচ্চো ৩৭.৭০ টাকায় লেনদেন হয়। এসময় সর্বনিম্ন ২৫ টাকায় নামে শেয়ারটির দর।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু হয়। কোম্পানিটির ট্রেডিং কোড- “YPL” এবং ডিএসইতে কোম্পানি কোড-13241 নির্ধারণ হয়েছে । আর সিএসইতে স্ক্রিপ আইডি নং 32022 নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম