শেয়ারবাজারে বিনিয়োগ করবেই ব্যাংকগুলো : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবেই শেয়ারবাজারে ধস নেমেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজার নিয়ে সবাই আতঙ্কগ্রস্ত। এটা তো আমাদের হাতে নেই। আমাদের আল্লাহকে বিশ্বাস করা উচিত। আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বেসরকারি ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সদের (এবিবি) সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, সব ব্যাংক যার যার সামর্থ্যে আছে বাজারকে স্থিতিশীল রাখার চেষ্টা করবে। শেয়ারবাজারে তারল্য সরবরাহ বাড়াতে গত মাসে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার জারি করেছিল, তাতে প্রতিটি ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করে শেয়ারবাজারে বিনিয়োগ করবেই। সেই আলোকে ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করবে।

এতদিন ব্যাংকগুলো কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেনি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তখন করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। সেজন্য বিনিয়োগ করেনি।

অন্যদিকে বেসরকারি ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, সব ব্যাংকই পুঁজিবাজারে বিনিয়োগ করবে। বুধবার থেকে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করবে ব্যাংকগুলো।

স্টকমার্কেটবিডি.কম/

মিল কলকারখানা বন্ধের সিদ্ধান্ত হয়নি: শ্রমসচিব

ALIস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মিল, কলকারখানা বন্ধের এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শ্রমসচিব কে এম আলী আজম। একইসঙ্গে সাপ্লাই চেইন ও কার্যক্রম ঠিক রেখে যতদূর সম্ভব করোনা ভাইরাস প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় তহবিল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রণীত ‘মুজিববর্ষ-১০০’ শীর্ষক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়ালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমসচিব বলেন, গার্মেন্টস, কারখানা বন্ধ রাখার এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। করোনা ভাইরাসকে সামনে রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে আমাদের বিভিন্ন সেক্টরের সভাপতি, সাধারণ সম্পাদকদের অনুরোধ করেছি বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য। তার মধ্যে কর্মীদের কারখানায় প্রবেশের আগেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে তাদের প্রবেশ করানো, প্রত্যেক শ্রমিককে যেন মাস্ক পড়ে প্রবেশ করানো, থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা, তাপমাত্রা ১০০ এর বেশি হলে তাদের স্বতন্ত্রভাবে আলাদা করে ডাক্তারের পরামর্শ নেওয়া, যদি করোনা পজিটিভ হয় সেক্ষেত্রে যেন হাপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা।

তিনি বলেন, যেসব শ্রমিকদের আত্মীয় সম্প্রতি বিদেশ থেকে এসেছেন তাদের ডাটা গ্রহণ করে যেন ছুটি দেওয়া হয়। প্রতি সপ্তাহে অন্তত একবার সব শ্রমিকদের নিয়ে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছি। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করার নির্দেশ দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নূরানী ডায়িংয়ের ঢাকা অফিস ফেনীতে স্থানান্তর

nuraniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নূরানী ডায়িংয়ের ঢাকা অফিস ফেনীতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর হতে কোম্পানির নতুন অফিস ফেনীতে নেওয়া হয়েছে। নতুন এই অফিস ফেনীতে ফতেহপুরে কারখানার পাশে করা হবে।

আগামী ২০ মার্চ থেকে এই নতুন অফিসে কোম্পানিটির কার্যক্রম হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এ

মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ থাকবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্মদিন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিন বুধবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মাসিটিউক্যালস
  2. মুন্নু সিরামিকস
  3. ওরিয়ন ফার্মা
  4. ব্র্যাক ব্যাংক
  5. বিএটিবিসি
  6. ওরিয়ন ইনফিউশন
  7. গ্রামীণফোন লিমিটেড
  8. লাফার্জ হোলসিম সিমেন্ট
  9. এসকে ট্রিমস
  10. সিলভা ফার্মা লিমিটেড।

আট বছরের মধ্যে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ সূচক পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সেখানে সূচকের বড় পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিগত আট বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন। গত ৯ মার্চ স্বরণকালের সবচেয়ে বড় দরপতন হয় শেয়ারবাজারে। ওইদিন ডিএসই প্রধান সূচক ২৮০ পয়েন্ট নিচে নেমে যায়। তারপর দুইদিন সূচকের উত্থান হলেও তা স্থায়ী হয়নি।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৭৭২ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬৮.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩৩টির। আর দর অপরিবর্তিত আছে ১২টির দর।

এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মাসিটিউক্যালস, মুন্নু সিরামিকস, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন লিমিটেড, লাফার্জ হোলসিম সিমেন্ট, এসকে ট্রিমস ও সিলভা ফার্মা লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ২৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭১ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ডরিন পাওয়ার ও স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিশ্বজুড়ে অ্যাপলের বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

apple-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বব্যাপী বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপলের বিক্রয়কেন্দ্র, করোনাভাইরাসের আতঙ্কে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন টেক জায়ান্টটির সিইও টিম কুক।

গত শনিবার (১৪ মার্চ) এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে টিম কুক জানান, ২৭ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী অ্যাপল স্টোরগুলো বন্ধ থাকবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের কর্মী এবং ক্রেতাদের নিরাপদে রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

বিক্রয়কেন্দ্র বন্ধ থাকলেও অ্যাপল ওয়েবসাইট এবং অনলাইন থেকে অ্যাপল পণ্য কেনা যাবে বলেও কুক জানান। এদিকে, দুই মাস বন্ধ থাকার পর চীনের স্টোরগুলো খুলে দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিশেষ তহবিল গঠন করেছে ৮ ব্যাংক : বিএমবিএ

BMBA_Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজার চাঙ্গা করতে প্রায় ১২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও প্রজ্ঞাপন জারির এক মাস পেরিয়ে গেলেও তহবিল গঠনে এগিয়ে আসছে না ব্যাংকগুলো। ৬০টি তফসিলি ব্যাংকের মধ্যে এখন পর্যন্ত নিজস্ব অর্থে তহবিল গঠন করেছে রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক। এর বাইরে একটি বেসরকারি ব্যাংক বিনিয়োগের জন্য ৫০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে।

এছাড়া এখন ১২টি ব্যাংক তহবিল গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে বলে গতকাল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতাদের জানিয়েছেন গভর্নর ফজলে কবির।

বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান জানান, শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক আন্তরিক। শেয়ারবাজারের বিশেষ তহবিলের জন্য ১১টি ব্যাংকের গঠন করেছে। বাকীদেরকে আবেদন করানোর জন্য কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ইতোমধ্যে আটটি ব্যাংক ফান্ড গঠন করেছে। এগুলো হলো- সোনালী, জনতা, রূপালী, শাহজালাল ইসলামি ব্যাংক, এসআইবিএল,ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সিটি ব্যাংক।

বাকী তিনটি ব্যাংক চলতি সপ্তাহের মধ্যে ফান্ড গঠন করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া।

শেয়ারবাজারের জন্য ব্যাংকগুলোর বিশেষ তহবিল গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের জারীকৃত এ-সংক্রান্ত নীতিমালার শর্তকে বাধা মনে করছেন ব্যাংকাররা। তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নীতিমালায় বিশেষ কোনো প্রণোদনা নেই।

নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকগুলো ট্রেজারি বিল বা বন্ড জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারবে। যদিও ব্যাংকগুলো যেকোনো সময়ই ট্রেজারি বিল বা বন্ড জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোতে টাকা ধার করতে পারে। এক্ষেত্রে বিশেষ কোনো ছাড় দেখছেন না ব্যাংকাররা।

জারীকৃত নীতিমালায় বিশেষ তহবিলের অর্থ দিয়ে কোন ধরনের শেয়ার কেনা যাবে, সে ক্ষেত্রও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি নিয়েও আপত্তি আছে ব্যাংকারদের। তারা বলছেন, তহবিলের ১০ শতাংশ অর্থ বাধ্যতামূলকভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা বলা হয়েছে। যদিও দেশের মিউচুয়াল ফান্ডগুলোর পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় মেয়াদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আপত্তি তুলেছেন ব্যাংকাররা।

স্টকমার্কেটবিডি.কম/

ব্র্যাক ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২২ মার্চ

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ মার্চ আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মার্কেন্টাইল ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ মার্চ আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি