ডিএসইতে সূচকের সাথে লেনদেন বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন অন্যান্য সূচক কমলেও প্রধান সূচক বেড়েছে ১ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১.৭০ পয়েন্ট বেড়ে ৪৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার ডিএসইতে এই সূচক ২৬ পয়েন্ট কমে ৪৭৫৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকা। গত বুধবার সেখানে ৪১৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১১৭ টির। আর অপরিবর্তিত ছিল ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, স্কয়ার ফার্মা, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিডস, গ্রামিনফোন, হেডেলব্রীজ সিমেন্ট, আলহাজ্জ টেক্সটাইল, লিন্ডে বিডি, ইবনে সিনা।
স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

৫০ জন বিনিয়োগকারী নিয়ে কেডিএসের লটারি ড্র

IMG_20150910_103257নিজস্ব প্রতিবেদক :

কেডিএস এক্সেসরিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠানে ২০ মিনিটে বক্তব্য শেষ করেন কোম্পানিটির কর্তৃপক্ষ। সবমিলিয়ে এক ঘন্টায় শেষ হয় কোম্পানিটির এই অনুষ্ঠান। অনুমানিক ৫০ জন বিনিয়োগকারী নিয়ে এই অনুষ্ঠান করেছে কোম্পানিটি। তবে পুরো হলরুম সরব ছিল নিজেদের অসংখ্য কর্মকর্তা ও কর্মচারি নিয়ে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০.২০ মিনিটে শুরু হয় এই অনুষ্ঠান। শুরুতেই ধন্যবাদ জানিয়ে ৫ মিনিটের বক্তব্য দেন কোম্পানিটিরপরিচালক খলিলুর রহমান ও এমডি সেলিম রহমান। এসময় মঞ্চে বসা ছিলেন ইস্যুম্যানেজার, ডিএসই ও সিএসইর কর্মকর্তারা ।

শুরুতে মাত্র ৫০ জনের মতো বিনিয়োগকারী উপস্থিত থাকলেও শেষের দিকে এ সংখ্যা আনুমানিক ১০০ ছাড়ায়। এ প্রসঙ্গে সিএফও বিপ্লব কান্তি বনিক বলেন, চট্টগ্রামের বিনিয়োগকারীর সংখ্যা কম। গতকাল স্থানীয় দুটি পত্রিকায় আইপিও লটারির বিঞ্জাপনও দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে কেডিএসের ইস্যু ম্যানেজমেন্ট কর্মকর্তা নজরুল ইসলাম স্টকমার্কেটবিডিকে বলেন, কোম্পানিটির কারখানা চট্টগ্রামে অবস্থিত বলে এখানে এই অনুষ্ঠান করা হচ্ছে। আইপিও অনুষ্ঠানে এসে কারখানাও দেখতে পারছেন তারা।

উপস্থিত বিনিয়োগকারীদের সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানায় অধিকাংশ বিনিয়োগকারীরা।

নগরীর চট্টগ্রাম ক্লাবে কেডিএস এক্সেসরিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)লটারির ড্র সম্পন্ন হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০.২০ মিনিটে শুরু হয়ে ১১ টা ২০ মিনিটে তা শেষ হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

 

এ্যাপোলো ইস্পাতের বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর

apple-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকেৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ৩ টা ৩০ মিনিটে বোর্ড সভা আহ্বান করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এ বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

কেডিএস এক্সেসরিজের লটারির ফলাফল প্রকাশ

KDS Lottaryনিজস্ব প্রতিবেদক :

কেডিএস এক্সেসরিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)লটারির ড্র সম্পন্ন হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০.২০ মিনিটে শুরু হয়ে ১১ টা ২০ মিনিটে তা শেষ হয়েছে।

 কোড নাম্বার

সারারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড

লটারির ড্র অনুষ্ঠানে কেডিএস এক্সেসরিজের চেয়ারম্যান, ডাইরেক্টর এবং ডিএসই ও সিএসইর শীর্ষ কর্মকর্তারাসহ বিনিয়োগকারীদের মধ্যে ৭০-৮০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবরে জানা যায়,কোম্পানির আইপিওতে মোট ৮২৯ কোটি টাকার আবেদন জামা পড়েছে। ফলাফল বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

 

ইমাম বাটনের দর বাড়ার কারণ নেই

imamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটনের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ৭ কার্যদিবসের ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে। গত ১ সেপ্টেম্বর শেয়ারটির দর ছিল ১০.৫০টাকা । এরপর ৯ সেপ্টেম্বর বেড়ে হয় ১২.৫০ টাকা। এ সময় শেয়ারটির দর বেড়েছে ২.৫০ টাকা ।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

কেডিএস এক্সেসরিজের লটারির ড্র চলছে

IMG_20150910_103257নিজস্ব প্রতিবেদক :

কেডিএস এক্সেসরিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠান চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০.২০ মিনিটে চট্টগ্রাম ক্লাবের ব্যানকোয়েট হলে শুরু হয়েছে।

লটারির ড্র অনুষ্ঠানে কেডিএস এক্সেসরিজের চেয়ারম্যান, ডাইরেক্টর সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছে। ডিএসই ও সিএসইর শীর্ষ কর্মকর্তারা উপস্হিত আছেন। বিনিয়োগকারীদের মধ্যে ৭০-৮০ জন লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।

কেডিএস এক্সেসরিজের আইপিওতে মোট ৩৪ গুনের বেশী আবেদন জমা পড়েছে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১ কোটি ২০ লাখ টাকা সংগ্রহ করবে। এর বিপরিতে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৪২ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা ও মিউচুয়াল ফান্ড থেকে ১৯৩ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকাসহ মোট জমা পড়েছে ৮২৯ কোটি ২৪ লাখ ৪৫ হাজার টাকার আবেদন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/