বিওতে ফারইস্ট ফাইন্যান্সের বোনাস

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার গতকাল ৩১ মার্চ বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগাকরীদের জন্য ২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ব্যাংক এশিয়ার মুনাফা ও আয় বেড়েছে

asia.smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ব্যাংক এশিয়া লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী আগের বছর থেকে মুনাফা এবং আয় বেড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২০১ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ১৩৩ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৬৮ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা।

আর সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৪ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ১.৭৪ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ০.৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বোর্ড সভা বৃহস্পতিবার

farstse-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. এমজেএলবিডি
  2. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
  3. গ্রামীণফোন
  4. এসিআই লিমিটেড
  5. শাশা ডেনিমস
  6. বেক্সিমকো
  7. লাফার্জ সুরমা সিমেন্ট
  8. সাইফ পাওয়ারটেক
  9. খুলনা পাওয়ার কোম্পানি
  10. ইফাদ অটোস লিমিটেড।

শেয়ারবাজারে দর ও সূচকের পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে আজ বুধবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির দরপতন হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও কমে গেছে।

ডিএসইতে ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫১৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১০৯৮ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১৭১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে আজ ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭১ কোটি টাকা, আগের দিন লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৯৩ কোটি টাকা কম হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সিএসসিএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪০৫ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট কমে ১০১৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১১৪৫০ পয়েন্টে, সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে ১৩৮১৮ পয়েন্টে এবং সিএসআই ৫ পয়েন্ট কমে ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

১০ টাকার ইউনিট বিক্রি হলো সাড়ে সাত টাকায়

mutualনিজস্ব প্রতিবেদক :

তালিকাভুক্তির প্রথম দিনেই অভিহিত মূল্যের চেয়েও কম দামে লেনদেন হয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের প্রতিটি ইউনিট। গতকাল মঙ্গলবার প্রথম দিনের লেনদেন শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম নেমে এসেছে ৭ টাকা ৪০ পয়সায়। অথচ প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ছিল ১০ টাকা।

১০ টাকা অভিহিত মূল্যে ফান্ডটির ছয় কোটি ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিক্রি করা হয়। ১০০ কোটি টাকার ফান্ডটি ১০ কোটি ইউনিটে বিভক্ত। এর মধ্যে দুই কোটি করে মোট চার কোটি ইউনিট ফান্ডটির উদ্যোক্তা ও প্রাক্-প্রাথমিক গণপ্রস্তাব বা প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়।

এদিকে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফান্ডটির পৌনে আট লাখ ইউনিট লেনদেন হয়। আইপিওতে যেসব বিনিয়োগকারী এটির ইউনিট বরাদ্দ পেয়েছেন, তাঁরা প্রথম দিনে কেনা দামের চেয়ে কমে এসব ইউনিট বিক্রি করেছেন।

ডিএসইতে গতকাল ফান্ডটির লেনদেন শুরু হয় ৭ টাকা ১০ পয়সায়। পরে লেনদেনের একপর্যায়ে তা বেড়ে সর্বোচ্চ ৯ টাকা ৬০ পয়সায় ওঠে। আর সর্বনিম্ন দর নেমেছিল ৬ টাকা ৬০ পয়সায়। যদিও দিন শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়ায় ৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ প্রথম দিনেই প্রতি ইউনিটের বিপরীতে লোকসান গুনতে হয়েছে ২ টাকা ৬০ পয়সা।

আইপিওতে ফান্ডটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লট গঠিত হয় ৫০০টি ইউনিট নিয়ে। প্রতি লটের জন্য আবেদনে বিনিয়োগকারীদের খরচ হয় পাঁচ হাজার টাকা। আইপিওতে বিজয়ী একজন বিনিয়োগকারী যদি গতকাল প্রতিটি ইউনিট ৭ টাকা ৪০ পয়সায় বিক্রি করে থাকেন, তাহলে প্রতি লটে তাঁর লোকসান হয়েছে ১ হাজার ৩০০ টাকা। কারণ, ওই দামে ফান্ডটির একটি লট বিক্রি করে বিনিয়োগকারী পেয়েছেন ৩ হাজার ৭০০ টাকা।

গত ১১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ফান্ডটি আইপিওর মাধ্যমে দেশি-বিদেশি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। ফান্ডটির ১০০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইনস্যুরেন্স দিয়েছে ২০ কোটি টাকা, ২০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে প্রাক্-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে। আর বাকি ৬০ কোটি টাকা জোগান দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। ১০ বছর মেয়াদি এ ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

ফারইস্ট লাইফ জমি কিনবে

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসরামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকা মহানগর এবং বরিশালে জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স রাজধানীর কাকরাইলে ৩২ শতাংশ জমি কিনবে। নিবন্ধন ফি এবং অন্যান্য খরচ বাদে এ জমি কিনতে ব্যয় হবে ১৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের বগরা আলেকান্দ এলাকায় ২৮.২০ শতাংশ জমি ক্রয় করবে। নিবন্ধন ফি ও অন্যান্য খরচ বাদে এ জমি ক্রয় করতে ব্যয় হবে ১৭ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা।

২০০৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

আর্গন ডেনিমসের বোর্ড সভা বৃহস্পতিবার

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানটি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

বিএসআরএমের ১৫% লভ্যাংশ ঘোষণা

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি বিএসআরএম স্টীল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫.৩৪ টাকায়।

আগামী ১৫ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর