নিজস্ব প্রতিবেদক :
দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের মূল্য সূচক ও লেনদেন কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৭৬ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও মূল্য সূচক দুটোই কমেছে।
বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। যা গতকাল মঙ্গলবার ছিল ৩৯২ কোটি ১৫ লাখ টাকা। এহিসাবে এদিন লেনদেন প্রায় ১৬ কোটি টাকা কমেছে।
এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৩ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, এমজেএল বিডি, ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি, ফ্যামিলি টেক্স, অরিয়ন ফিউশন, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ও বিএসআরএম লি.।
এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকার।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।
স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে