ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.৭৩ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৭.০৫ টাকা।

আগামী ১২ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারত অনুতপ্ত : পররাষ্ট্রমন্ত্রী

momenস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারত অনুতপ্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটা জানত না যে এমন ঘটনার ক্ষেত্রে আগেভাগে আমাদের জানানোর কথা ছিল।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ভারত থেকে হঠাৎ করেই দেশে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। তবে ওই দিন রাতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের তিন ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। তবে পেঁয়াজের কুচি, পাউডার ও অন্য কোনো অবস্থায় পেঁয়াজ রপ্তানি অব্যাহত থাকবে।

ভারত সরকারের এই ঘোষণা দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে গত ২০১৯ এবং ২০২০ সালের আলোচনায় যে কথা এবং পারস্পরিক সমাঝোতা হয়, তার প্রতি অবিচার হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একটি কূটনৈতিক চিঠি পাঠায়।

স্টকমার্কেটবিডি.কম/

পেঁয়াজ আমদানির এলসির সুদ ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

পেঁয়াজ আমদানির এলসির(ঋণপত্র) সুদহার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী ৯ শতাংশের বেশি সুদে এলসি করা যাবে না। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এরকম সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশি কার্যত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ সার্কুলারে বলা হয়েছে, পেঁয়াজসহ কিছু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সুদের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ৩০ মে পর্যন্ত যেই নির্দেশনা ছিল এর সময়সীমা বর্ধিত করা হয়েছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার নির্ধারণের এই নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এ নিত্যপণ্যের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার জন্য পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য পরামর্শ প্রদান করা হল

স্টকমার্কেটবিডি.কম/

১৪ অক্টোবর-৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ

HILSAস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে।।

স্টকমার্কেটবিডি.কম/

চেক প্রত্যাখ্যান হলেই চেকদাতাকে শাস্তি দেওয়া যাবে না

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

চেক প্রত্যাখ্যান হলেই চেকদাতাকে শাস্তি দেওয়া যাবে না। চেক প্রত্যাখ্যানের জন্য মামলাকারীকেই আদালতে প্রমাণ করতে হবে যে তিনি সত্যিকারের পাওনাদার। চেক পাওয়ার বৈধ কারণও প্রমাণ করতে হবে। জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর ভাতিজা ইমরান রশিদ চৌধুরীর বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার চেক প্রত্যাখ্যান সংক্রান্ত এক মামলায় দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এই রায় দিয়েছেন।

আদালত বলেছেন, যদি কোনো চুক্তির ভিত্তিতে চেক ইস্যু করা হয়ে থাকে, আর সেই চুক্তি যদি পূরণ না হয় তবে চেকদাতার কোনো দায়বদ্ধতা নেই। অথবা ওই চেকের ভিত্তিতে পাওনা চেয়ে কোনো অভিযোগ করা যাবে না।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি এই মামলার রায় দিয়েছিলেন, গতকাল বুধবার যার পূর্ণাঙ্গ কপি সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আবুল কাহের শাহিন নামের এক ব্যক্তির করা আবেদন খারিজ করে এই রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আবেদনকারীর পক্ষে  পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী। অন্য পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২০ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৯ লাখ ৭৩ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্কয়ার ফার্মা ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এসকে ট্রিমস ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, গ্লাক্সোস্মিথক্লাইন, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, কেডিএস এক্সেসরিজ, ম্যারিকো, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, রেকিট বেনকিজার, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিঙ্গার বিডি ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইউপিজিডি ও ইয়াকিন পলিমার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

কক্সবাজারে আবারো চিকিৎসা সামগ্রী প্রদান করলো সাইফ পাওয়ার

WhatsApp Image 2020-09-17 at 4.00.05 PMস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

চলমান করোনা মহামারি মোকাবেলায় উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সাইফ পাওয়ার গ্রুপ কক্সবাজার জেলায় আবারো ৪ সেট অত্যাবশ্যকীয় মেডিক্যাল সামগ্রী হাইফ্লো অক্সিজেন নজেল ক্যানোলা প্রদান করেছে।

গত ১৬ সেপ্টেম্বর সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন কক্সবাজার জেলার সিনিয়র সচিব হেলালুদ্দীনের নিজস্ব অফিসে এই ৪ সেট হাইফ্লো অক্সিজেন ক্যানোলা হস্তান্তর করেন।

গত ১১ জুলাই ২০২০ তারিখে কক্সবাজার জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সেসময় তিনি চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আনুসাঙ্গিক যন্ত্রপাতি সহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। একইসাথে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও যশোর পুলিশ প্রশাসনকে মেডিক্যাল পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল সাইফ পাওয়ার গ্রুপের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন করোনা মোকাবেলায় আর্থিক সহায়তা হিসেবে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে নগদ ০২ কোটি টাকা প্রদান করেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. মুন্নু সিরামিকস
  2. ব্র্যাক ব্যাংক
  3. বেক্সিমকো ফার্মা
  4. ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স
  5. নিটল ইন্স্যূরেন্স
  6. বেক্সিমকো লিমিটেড
  7. আইএফআইসি ব্যাংক
  8. লংকা বাংলা ফাইন্যান্স
  9. রিপাবলিক ইন্স্যূরেন্স
  10. সায়হাম কটন মিলস লিমিটেড।

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১০৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০১৩ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১১৪৭ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১০টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- মুন্নু সিরামিকস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, নিটল ইন্স্যূরেন্স, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যূরেন্স ও সায়হাম কটন মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৪৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও মুন্নু সিরামিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি