সাবমেরিন কেবলের দর বাড়ার কোনো তথ্য নেই

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের শেয়ার দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে তারা জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসের ৪ কার্যদিবস বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ১১২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১২১ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৮ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ২৬ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

আজ সোমবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হচ্ছে ১২৬ টাকা দরে। এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৮৯ টাকা থেকে ২৩৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রেনউইক যজ্ঞেশ্বরের দর বাড়ার কোনো কারণ নেই

renwicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে তারা জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসের প্রতিদিনই রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের শেয়ার দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ২১৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ২৩৭ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২১ টাকা ৭০ পয়সা বা ১০ দশমিক ০৭ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

সোমবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ২৪১ টাকা দরে। এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৬৭ টাকা ৭০ পয়সা থেকে ৪৪৯ টাকা ৫ পয়সা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লিন্ডেবিডির বোর্ড সভা ২৬ ফেব্রুয়ারি

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আহ্বান করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ বেড়েছে আগের দিনের চেয়ে।

সোমবার ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টির। লেনদেন হয়েছে ৩১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, এসিআই, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, এমজেএলবিডি এবং আইডিএলসি ফিন্যান্স।

আজ সিএসইতে সাধারণ মূল্য সূচক ৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯২১.৯১এ। দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। লেনদেন হয়েছে ২৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এ দিন লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৯৮টির, কমে ১০২টির এবং দর অপরিবর্তিত থাকে ৩৩টির। লেনদেন হয় ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. ইউসিবিএল
  2. সাবমেরিন ক্যাবল
  3. স্কয়ার ফার্ম
  4. শাহজিবাজার পাওয়ার
  5. এসিআই
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. আইডিএলসি
  8. হেডেলবার্গ সিমেন্ট
  9. এসিআই ফরমুলেশন
  10. ইফাদ অটোস।

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে।

এদিন বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেলা সাড়ে ১১টায় ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৬৩ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এসময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

গ্লাক্সো স্মিথক্লিনের পর্ষদসভা মঙ্গলবার

glascoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথক্লিন পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে । আগামী ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

বিওতে যমুনা অয়েলের বোনাস শেয়ার

jomunaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেড গত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি, সোমবার এই শেয়ার পাঠানো হয়েছে। যমুনা অয়েল ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস (স্টক) ও ৯০ শতাংশ নগদ লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

জমি কিনবে একটিভ ফাইন

activeস্টকমার্কেট ডেস্ক :

কোম্পানির নামে জমি কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে একটিভ ফাইনের পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি .৪০ একর জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা শহরের বটিঘাটায় সৈলমারি এলাকায় অবস্থিত ওই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ টাকা। তবে তা রেজিস্ট্রেশনের খরচ ব্যতীত। নতুন কেনা জমিতে ভবিষ্যতে কোম্পানিকে সম্প্রসারণ করা হবে বলে একটিভ ফাইনের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

নিস্তেজ হয়ে পড়ছে সূচক ও শেয়ার দর

dseনিজস্ব প্রতিবেদক :

বেশ কিছু দিন থেকে একই অবস্থানে রয়েছে শেয়ারবাজার। মাঝেমধ্যে শেয়ারদরে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও সে ধারা স্থায়ী হচ্ছে না। লেনদেনও আটকে রয়েছে দুশ’ থেকে তিনশ’ কোটি টাকার ঘরে। আর প্রধান বাজার ডিএসইর মূল্যসূচক ৪৭০০ পয়েন্ট থেকে ৪৮০০ পয়েন্টের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ারবাজার। বাজার-সংশ্লিষ্টদের মতে, টানা অবরোধে অর্থনীতি গতি হারানোয় দেশের শেয়ারবাজারও কিছুটা নিস্তেজ হয়ে পড়ছে।

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসেও ডিএসইতে প্রায় একই চিত্র দেখা গেছে। লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত ২৭৭ কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে ২৬৯টির। এর মধ্যে ২৫৬টির শেয়ার লেনদেনের কোনো না কোনো সময়ে আগের দিনের তুলনায় দর বেড়ে কেনাবেচা হয়েছে। একইভাবে ২৩৫টি আগের দিনের তুলনায় দর কমে লেনদেন হয়েছে। লেনদেনের পুরো সময়ে ৩১টি দর বেড়ে কেনাবেচা হয়েছে। বিপরীতে ১৭টি আগের দিনের তুলনায় কম দরে কেনাবেচা হয়েছে।

এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় এদিন দুই বাজারে শেয়ার কেনাবেচার পরিমাণও কিছুটা কমেছে। উভয় বাজার মিলে গতকাল লেনদেন হয়েছে ২৬৮ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা বৃহস্পতিবারের তুলনায় ১৬ কোটি ৬৩ লাখ টাকা কম।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী জানান, বাজারে শেয়ারদর ওঠানামায় বেশ অস্থিরতা রয়েছে। তবে সিংহভাগ কোম্পানির শেয়ারদরের ওঠানামা খুবই কম। যেমন গতকাল ডিএসইতে বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইসের তুলনায় ১৮৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের গতকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন দরের ব্যবধান ছিল ২ শতাংশের কম। ব্যবধান ৫ শতাংশের বেশি ছিল কেবল ২০টিতে। আর সর্বোচ্চ ৮ শতাংশ ব্যবধান ছিল শাহজীবাজার পাওয়ারে।

অন্যতম প্রধান ব্রোকারেজ হাউস লংকা বাংলা সিকিউরিটিজের দিনের লেনদেন সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে_ প্রকৌশল, জ্বালানি ও বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ খাতের সার্বিক শেয়ারদর বৃদ্ধি বাজারকে ঊর্ধ্বমুখী রাখতে সহায়তা করেছে। অন্যতম প্রধান মার্চেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টের প্রতিবেদনে যথারীতি লেনদেনে গতিহীনতার জন্য রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করা হয়েছে।

ডিএসইর খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, জ্বালানি ও বিদ্যুৎ, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, ভ্রমণ ও অবকাশ, টেলিযোগাযোগ এবং বিবিধ খাতের দরবৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যা দরহ্রাস পাওয়ার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি ছিল। বাকি খাতগুলোর অধিকাংশের শেয়ারদর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ