অবশেষে কমলো রেপো রেট, চাঙ্গা শেয়ারবাজার

Raghu-655x360স্টকমার্কেট ডেস্ক :

রেপো রেট ০.৫ % কমাল রিজার্ভ ব্যাংক, তবে আর্থিক পর্মযালোচনার পর ক্যাশ রিজার্ভ রেশিও অপরিবর্তিত রইল। এর ফলে গৃহঋণ সহ অন্যান্য কর্পোরেট ঋণে সুদের হার কমবে৷ মঙ্গলবার ছিল দু’মাস অন্তর চতুর্থ আর্থিক পর্যালোচনার বৈঠক৷ এদিকে রিজার্ভ ব্যাংকের এমন সিদ্ধান্তে শেয়ারবাজারও চাঙ্গা৷ সেনসেক্স ইতিমধ্যেই বেড়েছে প্রায় আড়াইশো পয়েন্ট৷

রেপো রেট .৫ শতাংশ বা ৫০বেসিস পয়েন্ট কমানো হল ফলে তা ৭.২৫ শতাংশ থেকে কমে গিয়ে দাঁড়াল ৬.৭৫ শতাংশে৷ অন্যদিকে রিভার্স রেপো রেট হল ৫.৭৫ শতাংশ৷ তবে নগদ জমার অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেসিও অপরিবর্তির রাখা হয়েছে ৪ শতাংশে৷ রেপো রেট কমানোর চাপ আসছিল শিল্পমহলের কাছ থেকে৷ কমানোর জন্য সওয়াল করতে দেখা যাচ্ছিল খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকেও৷

তাছাড়া ব্যাংক কর্তারাও মনে করছিলেন এবার তা কমানো দরকার৷ ফলে নানা মহলেও আজ আশা করা হচ্ছিল রেপো রেট কমানোর৷ সেটাই অবশেষে দেখা গেল৷ এটাই রাজন জমানায় আর্থিক নীতি পর্যালোচনায় এটাই সবচেয়ে বড় রিপো রেট হ্রাস পেল৷ ফলে ২০১১ মার্চের পর এখনই রেপো রেট সর্বনিম্নে৷ এর আগে ২০১৩ সেপ্টেম্বর থেকে রাজন তিন বার রেপো রেট বাড়িয়েছিলেন এবং তিন বার তা কমিয়েছেন তবে প্রতিবারই তা ছিল ২৫ বেসিস পয়েন্ট বা .২৫ শতাংশ৷ এদিকে ২০১৫-১৬ আর্থিক বছরে বৃদ্ধির হার কমিয়ে ধরা হয়েছে ৭.৪ শতাংশ , যা আগে ৭.৬ শতাংশ ধরা হয়েছিল৷

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০% লভ্যাংশ ঘোষণা

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০% শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্কয়ার ফার্মার শেয়ার বিওতে দিল সিডিবিএল

squreস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লভ্যাংশের ঘোষণা দেওয়া বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৪২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ।

এ ছাড়া আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১০ টাকা ৩৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ফার কেমিক্যাল
  2. এসিআই লিমিটেড
  3. স্কয়ার ফার্মা
  4. ইসলামী ব্যাংক
  5. সাইফ পাওয়ারটেক
  6. বিএসআরএম স্টিল
  7. গ্রামীনফোন
  8. সাপোর্ট
  9. আইডিএলসি
  10. এ্যাপেলো ইস্পাত।

ফার কেমিক্যালের বোর্ড সভা ৬ অক্টোবর

far camicalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেডের বোর্ড সভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ফার কেমিক্যাল লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে দরপতন : লেনদেন ৪৩৪ কোটি

dse1নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহার ছুটির পর দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। তবে দুই স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে চার হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৪ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি টাকা।

ডিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টির দাম বেড়েছে, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়

primiur-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জুনায়েদ আহমেদ নামের এক উদ্যোক্তা শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা তার কাছে থাকা কোম্পানির ৩৩ লাখ ১৬ হাজার ৬৯০ শেয়ারের মধ্যে থেকে ৫ লাখ শেয়ার বেচবেন। অন্যদিকে মো. মিজানুর রহমান চৌধুরী নামে কোম্পানির অন্য এক উদ্যোক্তা ওই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে তারা শেয়ার কেনা-বেচা করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

একাধিক প্রতিষ্ঠানের পর্ষদে থাকায় দুই ব্যাংককে নোটিস

bbনিজস্ব প্রতিবেদক :

ব্যাংকের পরিচালকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও থাকায় ছয় জনকে কারণ দর্শাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ওই ছয় জনকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, চিঠিতে ওই ছয় জনকে আগামী ১৫ দিনের মধ্যে যে কোনো একটি পদ ছাড়তে বলা হয়েছে।

এরা হলেন- রুবেল আজিজ, মেহেরুন হক, হোসেন মেহমুদ, আজিজ আল কায়সার, হোসেন খালেদ এবং শহিদুল আহসান।

প্রথম চারজন একইসঙ্গে দ্য সিটি ব্যাংক লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন।

এদের মধ্যে আজিজ আল কায়সার দুটি কোম্পানিরই পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি জিএফসি ফাইন্যান্স লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানেরও পরিচালক।

আর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হোসেন খালেদ একইসঙ্গে দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

অপরজন শহিদুল আহসান একইসঙ্গে মার্কেন্টাইল ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলে একইসঙ্গে অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারেন না।

একাধিক প্রতিষ্ঠানে থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধিত ২০১৩) এর ২৩(১)(ক) উপধারা অনুযায়ী ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়।

আরএকে সিরামিকস ছাড়বে আরএকে পিএসসি

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ার ছেড়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠান আরএকে সিরামিকস পিএসসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিষ্ঠানটি কোম্পানিটির ২০ লাখ শেয়ার বিক্রির ইচ্ছা পোষণ করেছে। প্রতিষ্ঠানটির হাতে মোট ২৪ কোটি ৩৯ লাখ ১০ হাজার ২১ টি শেয়ার রয়েছে।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে।

আরএকে সিরামিকস পিএসসি হলো আবু ধাবী স্টক এক্সচেঞ্জে (এএসই) তালিকাভুক্ত একটি কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পেনিনসুলা হোটেলের বোর্ড সভা ৬ অক্টোবর

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেডের বোর্ড সভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ