রিজেন্ট টেক্সটাইলের আইপিও আবেদন ১৪ অক্টােবর

regent-smbdনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া হাবিব গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১৪ অক্টােবর, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানটি শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন নিবে। ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর করবে এ কোম্পানিটি।
গত ২৪ আগষ্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)র ৫৪৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড পাওয়ারের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

unitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার এন্ড ডিস্ট্রিবিউসন কোম্পানির রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস গুলসান সেন্টার পয়েন্ট (৯ম – ১৫তম)তলায়, গুলশান -২, ঢাকা স্থানান্তর করা হয়েছে।

৬ সেপ্টেম্বর থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির এই অফিসটি ছিল ইউনিটেড সেন্টার, গুলশান -২, ঢাকা ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

এমডি-চেয়ারম্যানসহ ৫ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ

tribunal-picস্টকমার্কেট ডেস্ক :

শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলায় প্যারাগন লেদার এ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আজ সোমবার আসামিরা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার জামিন না পাওয়া এসব আসামিরা হলেন- প্যারাগণ লেদারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম, কর্পোরেট এ্যাডভাইজার আব্দুস সালাম, এ্যাকাউন্ট অফিসার মো. জালাল উদ্দিন, শেয়ার অফিসার এসএম জুনায়েদ বাগদাদী ও কম্পিউটার অপারেটর হেমন্ত বাইন ভূঞা।

আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে বিচারপতি হূমায়ুন কবির আসামিদের জামিন মঞ্জুর না করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে সাক্ষীদের জেরা করার আবেদন মঞ্জুর করেন।

প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতি নিয়ে কোম্পানিসহ ২০ জনকে আসামি করে ২০০১ সালে মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আসামিরা হলেন—এমএ সালাম, আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, আব্দুস সালাম, এস এস জুনায়েদ বাগদাদী, মো. কুতুবউদ্দিন, মো. আরব মিয়া, আলী আহম্মেদ, মো. নূরুল আফসার, মো. কলিমউদ্দিন, মো. জালাল উদ্দিন, হেমন্ত বাইন, এবিএম মোরশেদুল হক, মো. সাইফুল্লা মিজান, শামসুল হাদী, মো. বশির আলম, মাহবুবুর, মাহবুবুর রহমান,মো য়াজ্জেম হোসেন ও প্যারাগন লেদার এ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মামলা সূত্রে জানা যায়,প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে ওই কমিটি ২০০১ সালের ৩১ মে প্রতিবেদন দাখিল করে। আসামিগণ কোম্পানির শেয়ার জাল করার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখে। পরে এই জাল শেয়ার সার্টিফিকেট কিছু ব্যক্তি ও কোম্পানিটির কিছু কর্মকর্তা ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়। আর ওইসব জাল শেয়ার সার্টিফিকেট ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারে আসে। শেষপর্যন্ত ওই সব শেয়ার বাজারে এসে মারাত্মক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে এবং নির্দোষ বিনিয়োগকারীদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়।

জাল শেয়ার গ্রহণ করা ব্যাংকের কিছু কর্মকর্তা আসামিগণের প্রত্যেকের জন্য প্রায় ২০ লাখ টাকা করে ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেয়। এ ছাড়া আসামিদের দু’জন জাল শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে সন্ধানী ক্রেডিট এ্যান্ড কো-অপারেটিভ ও চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি থেকে ঋণ গ্রহণ করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

সিএসইতে মূল্য সূচক ঊর্ধ্বমূখী

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো বাংলাদেশের দ্বিতীয় শেয়ারবাজার বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সব সূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন। এদিন সিএসইতে ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে।

সিএসই সূত্রে জানা যায়, সোমবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স পয়েন্ট ৩৬ বেড়ে ৮৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা। রবিবার ছিল সেখানে ৩০ কোটি ২০ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে আমান ফিড মিলস ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

সোমবার সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১ টির দাম বেড়েছে। কমেছে ১১৪ টির, আর অপরিবর্তিত ছিল ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

  1. বেক্সিমকো ফার্মা
  2. লাফার্জ সুরমা সিমেন্ট
  3. আমান ফিডস
  4. স্কয়ার ফার্মা
  5. ইউনাইটেড-এয়ারওয়েজ
  6. ইসলামি ব্যাংক
  7. বিডি থাই এ্যালুমিনিয়াম
  8. এসিআই
  9. ডেসকো
  10. সাইফ পাওয়ার টেক

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধান সূচকের সাথে বেড়েছে অন্যান্য সূচক। তবে এদিন লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৪৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। রবিবার ডিএসইতে এই সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪৭৬৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৭ কোটি ১ লাখ টাকা। গত রবিবার সেখানে ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১৩৮ টির। আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিডস, স্কয়ার ফার্মা, ইউনাইটেড-এয়ারওয়েজ, ইসলামি ব্যাংক, বিডি থাই এ্যালুমিনিয়াম, এসিআই, ডেসকো, সাইফ পাওয়ার টেক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

আবারো মিরাকলের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)। আবারো এই মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে ডিএসই।

বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ আগষ্ট শেয়ারটির দর ছিল ১৬.৩০ টাকা । এরপর ১০ সেপ্টেম্বর বেড়ে হয় ১৯.৮০ টাকা। পরের দুই কার্যদিবসে এ শেয়ারটির দর কমেছে। গতকাল ১৩ সেপ্টেম্বর দর নামে ১৮.৭০ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে গত ১০ সেপ্টেম্বর কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

দেশবন্ধু পলিমারের দর বাড়ার কারণ নেই

DESHBANDHUস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমারের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ১ সেপ্টেম্বর শেয়ারটির দর ছিল ১৩.৬০ টাকা । গতকাল ১৩ সেপ্টেম্বর বেড়ে হয় ১৬.৬০ টাকা। এ সময় শেয়ারটির দর ৩ দিন কমলেও বাকি দিনগুলোতে বৃদ্ধি পায়।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে দেশবন্ধু পলিমার জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

পাবলিক পরিচালকের শেয়ার ক্রয়

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের পাবলিক পরিচালক নিজ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তিনি বীমাটির ৩২ হাজার ১৬১ টি শেয়ার কিনবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

বিদ্যুতের মূল্য বাড়িয়েছে পাওয়ার গ্রীড

powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানির বিদ্যুৎ সঞ্চালন মূল্য বাড়ানো হয়েছে। সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ সঞ্চালনের মুল্য বাড়িয়েছে যা ১ গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন মূল্যহার অনুসারে ২৩০ কিলোভোল্ট প্রান্তে বিদ্যুৎ সঞ্চালনের মূল্যহার হচ্ছে ০.২৭৪৪ টাকা। ১৩২ কিলোভোল্ট প্রান্তে নতুন সঞ্চালন হার হচ্ছে ০.২৭৬৮ টাকা; যা আগে ছিল ০.২২৬৮ টাকা। এছাড়া ৩৩ কিলোভোল্ট প্রান্তে নতুন সঞ্চালন হার হচ্ছে ০.২৭৯১ টাকা; যা আগে ছিল ০.২২৯১ টাকা।

২০১৩-১৪ অর্থবছরে কোম্পানি প্রায় ৩ কোটি টাকা লোকসান দেয়। গত বছর লোকসান দিলেও রিজার্ভ ফান্ড থেকে শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। নতুন মূল্যহার চালু হওয়ায় কিছুটা লাভের মুখ দেখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/