কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

photo_2020-02-09_16-42-1120200209165535স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষকদের স্বচ্ছ ও নতুন তালিকা তৈরী করতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি বলেছেন, কৃষকদের পুরাতন তালিকা বহাল থাকায় অনেক প্রকৃত কৃষক ধান দিতে পারছেন না। আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। রবিবার সকালে বগুড়া সার্কিট হাউজে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০২০ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অ্যাপের মাধ্যমে ধান ক্রয়ে স্বচ্ছতা আসবে।

কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেন তারা তাদের কৃষিকার্ড দালালদের কাছে বিক্রি করতে না পারেন। ধান ক্রয়ের জন্য আগামীতে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ।

স্টকমার্কেটবিডি.কম/

সমুদ্রগামী ৬টি বড় জাহাজ কিনছে সরকার

khalidস্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য সমুদ্রগামী ছয়টি বড় জাহাজ কেনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

খালিদ মাহমুদ চৌধুরী জানান, ওই ছয়টি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার, দুইটি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার (ডিজেল পরিবহন উপযোগী) এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার (কয়লা পরিবহন উপযোগী)। এছাড়া সমুদ্রগামী আরো চারটি নতুন সেলুলার কন্টেইনার জাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দেশে চলাচলকারী সরকারি জাহাজ রয়েছে। এরমধ্যে অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য বিআইডব্লিউটিসি’র ৮৫টি জলযান এবং আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য বিএসসি’র ৮টি সমুদ্রগামী জাহাজ রয়েছে। অভ্যন্তরণী রুটে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসি’র জলযানগুলোর মধ্যে ফেরি ৫০টি, যাত্রীবাহী জাহাজ ২৩টি, অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ পাঁচটি, উপকূলীয় যাত্রীবাহী জাহাজ তিনটি, সি ট্রাক ৯৬টি, ওয়াটার বাস/ট্যাক্সি ৯টি এবং কার্গো জাহাজ ১২টি (কন্টেইনারবাহী জাহাজ ৪টি, কোস্টার ১টি, বে ক্রসিং বার্জ ৭টি)। আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে আটটি জাহাজের মধ্যে তিনটি নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার, তিনটি নতুন বাল্ক ক্যারিয়ার এবং দুইটি লাইটারেজ ট্যাংকার রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিআইডব্লিউটিসির অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ দুইটি, উপকূলীয় যাত্রীবাহী জাহাজ দুইটি এবং বিভিন্ন ধরনের ১০টি ফেরি নির্মাণাধীন রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য যাত্রীবাহী ক্রুজার সংগ্রহ/নির্মাণ তিনটি আধুনিক অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ সংগ্রহ/ নির্মাণ তিনটি, আধুনিক উপকূলীয় যাত্রীবাহী জাহাজ সংগ্রহ/নির্মাণ চারটি, সি ট্রাক সংগ্রহ/নির্মাণ আটটি, সালভেজ কাম ফায়ার ফাইটিং টাগ সংগ্রহ/নির্মাণ একটি, মোট ৩৯টি নৌযান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

এসএস স্টিলসের ৬ মাসে ইপিএস ১.১৫ টাকা

ss steelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের ৬ মাসে কোম্পানির আয় বেড়েছে।

এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪৩ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.০৮ টাকা। যা গত ২০১৯ সালের ৩১ জুনে ছিল ১৫.৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

‘অর্থনীতি ভালো নেই’-বক্তব্যের ব্যাখ্যা অর্থমন্ত্রীই ভালো জানেন: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘বাংলাদেশের অর্থনীতি ভালো নেই’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থমন্ত্রী কেন এমন মন্তব্য করেছেন এর ব্যাখ্যা উনিই ভালো বলতে পারবেন, আমি নই।

রোববার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে কর্পোরেট কানেক্ট: ২০২০ কনফারেন্স অ্যান্ড বিজনেস ফেয়ার’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

টিপু মুনশি বলেন, বাংলাদেশের এক্সপোর্টের সূচক কিছুটা নিম্নগামী। বিশ্বব্যাপী আমদানি-রফতানির যে মন্দা শুরু হয়েছে, সেটিরই প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। আশা করি দু-তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।

আদা, রসুন ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে আমরা চিন্তিত না। পেঁয়াজের ক্ষেত্রে আমরা ভারতের ওপর নির্ভরশীল হলেও এখন চায়না, তুর্কি ও মিয়ানমারের মতো দেশগুলো থেকে পেঁয়াজ আনছি। পেঁয়াজ সরবরাহেও ঘাটতি নেই। কিন্তু অন্যান্য মসলাজাতীয় যেসব পণ্য আছে, সেগুলো যদি কোথাও থেকে না আনা যায়, তা হলে সেটার জন্য আমাদের অন্য সোর্স খুঁজতে হবে। এই সপ্তাহটা দেখি তার পর অন্য কোনো পথ বের করতে হবে।

বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের জিডিপি ক্ষতিগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কিছুটা প্রভাব তো পড়তেই পারে। তবে এ ধরনের পরিস্থিতিতে আমরা ভালো করেছি এমন নজিরও আছে।

প্রসঙ্গত গত সপ্তাহে অর্থমন্ত্রী দেশে অর্থনীতির চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থাতে নেই।

স্টকমার্কেটবিডি.কম/

শিল্প সেক্টরে মামলার সংখ্যা কমছে: পুলিশের মহা-পরিদর্শক

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, শিল্প সেক্টরে শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার কারণে মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে।

আজ রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

শিল্প সেক্টরে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে, পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।

এছাড়া শিল্প পুলিশের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে জানিয়ে শীঘ্রই এ প্রস্তাব অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ বাহিনীর সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সচ্ছতা সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে জানান আইজিপি।

অনুষ্ঠানে এসময় শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

সরকারী ৪ ব্যাংককে ৩১ অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ৪ ব্যাংককে নতুন করে শেয়ারবাজারে তালিকাভুক্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে এসব ব্যাংক শেয়ারবাজারে আসবে।

ব্যাংক চারটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল, অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংক। এর বাইরে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক নতুন করে বাজারে আরও শেয়ার ছাড়বে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ–সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবার আগে শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক। বর্তমানে বাজারে ব্যাংকটির ৯ দশমিক ৮১ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৯০ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। সরকারের হাতে থাকা শেয়ার থেকে ব্যাংকটির আরও শেয়ার বাজারে ছাড়া হবে। এ ছাড়া পর্যায়ক্রমে বিডিবিএল, অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংকের শেয়ার বাজারে আসবে।

অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেয়ার ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করার। যাতে ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকগুলোকে সরাসরি পদ্ধতিতে বা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা যায়।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একাধিক দফায় বলেছেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের (তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত) ২৫ শতাংশ পর্যন্ত শেয়ার বাজারে ছাড়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

সিঙ্গার বিডির ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

singerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ১০ টাকা ৩৫ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ২ পয়সা।

আগামী ১৩ মে কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ৯ মার্চ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. এডিএন টেলিকম
  4. সিঙ্গার বিডি
  5. ইন্দো বাংলা ফার্মা
  6. স্কয়ার ফার্মা
  7. কপারটেক ইন্ডাস্ট্রিজ
  8. নর্দার্ণ জুট মেনুফেকচারিং
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. এসএস স্টিলস লিমিটেড।

ডিএসইতে ৩৬১ ও সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সব সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৯৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৬ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭১টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –লাফার্জ হোলসিম সিমেন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, এডিএন টেলিকম, সিঙ্গার বিডি, ইন্দো বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, নর্দার্ণ জুট মেনুফেকচারিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও এসএস স্টিলস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪১১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে লাফার্জ হোলসিম সিমেন্ট ও এসএস স্টিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড