পেঁয়াজের দাম কমিয়েছে বলে দাবি টিসিবির

143220_bangladesh_pratidin_bdp-tcb-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেঁয়াজের দাম কমিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল সোমবার থেকে সংস্থাটি কেজিপ্রতি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে। এত দিন কেজিতে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল।

আজ রবিবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করে। এখন পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। বিদেশি বড় পেঁয়াজ মিলছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। এই পেঁয়াজই কিছুদিন আগে কেজিপ্রতি ১২০ টাকার বেশি ছিল। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২২০ টাকার বেশি দামে। বাজারে দাম কমায় কয়েক দিন ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় কমে গিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

বিক্রমপুর-বনফুলসহ ৭ মিষ্টান্ন প্রতিষ্ঠান লাল তালিকাভুক্ত

resize-350x300x1x0image-130880-1546926524স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রিমিয়ার সুইটস, বনফুল, মধুবন, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার (লেকসার্কাস), শাহী মিঠাই, বস ফুড এন্ড বেকারি এবং বাঙ্কারস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর মত সাতটি প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করেছে সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

একই সঙ্গে নামিদামি এমন সব প্রতিষ্ঠান নিম্নমানের অবস্থানের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী হতাশা ব্যক্ত করে বলেন, প্রিমিয়ার সুইটসের সুনাম অনেক শুনেছি। আমি নিজেসহ অনেকেই এই প্রতিষ্ঠান মিষ্টির প্রতি আকৃষ্ট। কিন্তু এখন যা দেখলাম তা কোনোভাবেই কাম্য নয়। এত দাম নিয়ে তারপরও মানের এই অবস্থা কেন থাকবে তা বোধগম্য নয়।

আজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রাজধানীর হোটেল ৭১ এ চলছে হোটেল রেস্তোরা বেকারি মিষ্টির কারখানায় গ্রেড প্রদান অনুষ্ঠানে স্টিকার প্রদানের সময় ট্রেডিং মান শুনে খাদ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে এছাড়াও খাদ্য সচিব নাজমুনারা খানুম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান সহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৯টি প্রতিষ্ঠান মধ্যম বা বি গ্রেড ও ১৪টি প্রতিষ্ঠান ভালো বা এ গ্রেডে অবস্থানে রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী এ গ্রেডের সবাইকে অভিনন্দন জানান সেই সঙ্গে বি ও সি গ্রেডের সবাইকে নিজেদের মানোন্নয়নে আরো সচেষ্ট হওয়ার তাগিদ দেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রস্ততি গ্রহণের সুপারিশ

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখনই প্রস্ততি গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির।

কমিটির বৈঠকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটারিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।

কৈঠকে কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন ও সুলতানা নাদিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯ এবং বাণিজ্য মেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বাণিজ্য মেলাকে আকর্ষনীয় করে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

প্রবাসে নারী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধে করণীয় বৈঠক

perlaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসে নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে করণীয় নির্ধারণে তিনটি সংসদীয় কমিটির যৌথ বৈঠক করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় কমিটির সঙ্গে এই যৌথ বৈঠকে বিষয়ে কমিটির স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী র্মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথ বৈঠক করে প্রবাসী নারী গৃহকর্মীদের নির্যাতন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আগে বৈঠকেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

করপোরেট গর্ভনেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল যে সব কোম্পানি

ICSB-Logo-2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ষ্ঠ জাতীয় করপোরেট গর্ভানেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করেছে।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে করপোরেট গর্ভানেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।

আইসিএসবির এক প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের তালিকাভুক্ত সব কোম্পানির মধ্যে ১১ টি ক্যাটাগরিতে মোট ৩২ টি কোম্পানীকে সুশাসন প্রতিপালনের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা মো. আজিজুল ইসলাম এবং বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব মো. আব্দুল করিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস।

ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড স্বর্ণ পদক অর্জন করে। ব্রাক ব্যাংক লিমিটেড সিলভার ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

একইভাবে, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড স্বর্ণ পদক অর্জন করে। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

বিমা কোম্পানির ক্যাটাগরিতে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড স্বর্ণ পদক অর্জন করে। রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড যথাক্রমে সিলভার এবং ব্রোঞ্জ নিশ্চিত করেছে।

ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি ক্যাটাগরিতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণ পদক অর্জন করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ওরিয়ন ফার্মা লিমিটেড যৌথভাবে সিলভার পদক নিশ্চিত করে।

টেক্সটাইল ও আরএমজি কোম্পানি ক্যাটাগরিতে মতিন স্পিনিং মিলস লিমিটেড স্বর্ণ পদক এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড সিলভার এবং এবং শাশা ডেনিম লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

ফুড অ্যান্ড এলাইড কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণ পদক ও জেমিনি সী ফুড লিমিটেড সিলভার এবং আমান ফীড লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

আইটি এবং টেলিকম কোম্পানি ক্যাটাগরিতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড স্বর্ণপদক ও গ্রামীণফোন লিমিটেড সিলভার এবং এবং বিডিকম অনলাইন লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

ইঞ্জিনিয়ারিং কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড স্বর্ণ পদক অর্জন করে। বিএসআরএম স্টিল লিমিটেড সিলভার ও ও বিবিএস কেবলস লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

একইভাবে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড স্বর্ণ পদক অর্জন করে। আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড সিলভার ও ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

ফুয়েল অ্যান্ড পাওয়ার কোম্পানি ক্যাটাগরিতে এমজেএল বাংলাদেশ লিমিটেড স্বর্ণ পদক অর্জন করে। লিন্ডে বাংলাদেশ লিমিটেড সিলভার ও সামিট পাওয়ার লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে।

সার্ভিস কোম্পানি ক্যাটাগরিতে ইস্টার্ন হাউজিং স্বর্ণপদক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড সিলভার পদক অর্জন করে।

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ বলেন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এখন সময়ের চাহিদা। একটি কোম্পানির টেকসই উন্নয়ন এবং শেয়ার ভ্যালু বৃদ্ধিকরনের জন্য ওই কোম্পানির কর্মরত সকল ব্যক্তির আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। সুশাসনের অনুশীলন কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এবং সর্বোপরি ব্যবসার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে। করপোরেট গর্ভানেন্স কোড ২০১৮ প্রনয়ন বিএসইসির একটি বলিষ্ঠ এবং সময়োপযোগী পদক্ষেপ যা নিশ্চিতভাবে আগামী দিনগুলোতে কোম্পানির করপোরেট সুশাসনের উন্নয়নে সহায়তা করবে।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকায় ‘উদ্যোক্তা সম্মেলন’ ৪ জানুয়ারি

maxresdefaultস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের উদ্যোক্তাবিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম ‘নিজের বলার মতো একটা গল্প’ এর তৃতীয় বর্ষে পদার্পণ ও দুই লাখ তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ‘উদ্যোক্তা সম্মেলন’।

আগামী ৪ জানুয়ারি ঢাকায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে ৬৪ জেলা থেকে চার হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

ওইদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশসেরা স্পিকার ও উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় এই আয়োজনের দ্বিতীয় বর্ষপূর্তি, অষ্টম ব্যাচের সমাপনী ও পুরস্কার প্রদান করা হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট দুই লাখ তরুণ-তরুণীকে আটটি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন বিনামূল্যে উদ্যোক্তাবিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে সারাদেশে ও বিদেশে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও।

‘চাকরি করব না চাকরি দেব’ এই ব্রত সামনে রেখে গত ৭০০ দিন ধরে একদিনের জন্যও এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না। ইতোমধ্যে এই প্লাটফর্ম থেকে দুই হাজার জন উদ্যোক্তা তৈরি হয়েছেন। তাদের মধ্যে ২০০ নারী উদ্যোক্তা।

৯০ দিন ধরে শেখা, পার্টনার পাওয়ার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা- সব একসঙ্গে সুযোগ রয়েছে এই অনলাইন প্লাটফর্মে।
আগামী এক বছরের মধ্যে পাঁচ হাজার উদ্যোক্তা তৈরির মাধ্যমে এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সংগঠনটির লক্ষ্য।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বেসিক ব্যাংকে নিয়োগের অনিয়ম তদন্তের আবেদন

basicস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংকে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে এক হাজার ১৭৩ জনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি ও অনিয়মের তদন্ত চেয়ে হাইকোর্ট আবেদন জানানো হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জানান সুপ্রিম কোর্টের আইনজীবী তাইতাস হিল্লোল রেমা।

এর আগে রবিবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন দাখিলের অনুমতি নেওয়া হয়। এ সংক্রান্ত গণমাধ্যমে গত ২৯ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনগুলো আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে আবেদনকারী আইনজীবী।

তিনি জানান, বেসিক ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিখিত-মৌখিক পরীক্ষা, নিয়োগ সংক্রান্ত বিধি-বিধান কোনো কিছুই মানা হয়নি। রাষ্ট্রায়াত্ত এ ব্যাংকের নিয়োগে যেগ্য ও মেধাবীদের স্থান হয়নি।

আবেদনে বলা হয়, শেখ আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার, নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করে এক হাজার ১৭৩ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রমাণ উঠে এসেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) নিরীক্ষা প্রতিবেদনে। সেখানে এ নিয়োগ-দুর্নীতির ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করা হয়েছে। বেতন-ভাতার নামে বাড়তি অর্থ আত্মসাতের প্রমাণাদির তুলে ধরা হয়েছে নিরীক্ষা প্রতিবেদনে।

আইনজীবী তাইতাস হিল্লোল রেমা পরে সাংবাদিকদের বলেন, বেসিক ব্যাংকে নিয়োগ নিয়ে এমন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ব্যাংকের পরিচালনা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে তলবের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট সাতজনকে প্রতিপক্ষ করা হয়েছে।

উল্লেখ্য, সিএজির নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) বেসিক ব্যাংকের অর্থ কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করলেও নিয়োগ-দুর্নীতি নিয়ে তদন্ত করছে না। এ কারণেই জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

লভ্যাংশ কম দেওয়ায় ক্যাটাগরি পরিবর্তন

beximcoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

আনলিমা ইয়ার্ণের‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ণ লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

  1. খুলনা পাওয়ার কোম্পানি
  2. রিন সাইন টেক্সটাইল
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. বিকন ফার্মা
  5. কাসেম ইন্ডাস্ট্রিজ
  6. কর্ণফুলি ইন্স্যুরেন্স
  7. জেনেক্স ইনফোসিস
  8. স্ট্যান্ডার্ড সিরামিকস
  9. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  10. জাহিন স্পিনিং মিলস লিমিটেড।