ব্লক মার্কেটে ৬ কোম্পানির লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে রবিবার ব্লক মার্কেটে মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৮ লাখ ৭২ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে এক্সিম ব্যাংক লিমিটেড। এই ব্যাংক ৫ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫৪ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে বেক্সিমকো ২ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪৪ লাখ টাকা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭২ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, বিবিএস ও স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বি

ফার কেমিক্যালের রাইট ইস্যুর প্রস্তাব বাতিল

far camনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেডের রাইট ইস্যুর প্রস্তাব বাতিল করেছে শেয়ারহোল্ডারা। গত সোমবার অনুষ্ঠিত এ কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ প্রস্তাব নাকচ করে বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১R:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) প্রতিটি ১৫ টাকা দরে (৫ টাকা প্রিমিয়াম) রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ফার কেমিক্যাল। কিন্তু ১৪ নভেম্বর, সকাল ১১ টায়, কুমিল্লার টাউন হলে অনুষ্ঠিত ইজিএমে রাইটের প্রস্তাব নাকচ করে বিনিয়োগকারীরা।

অন্যদিকে ফার কেমিক্যালের মূলধন বাড়ানোর প্রস্তাবেও অসম্মতি জানায় বিনিয়োগকারীরা। কোম্পানিটি ৩০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি পর্যন্ত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।

আর এ রাইটের টাকা দিয়ে নতুন ইউনিট হিসেবে নারায়নগঞ্জে রূপগঞ্জে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ স্থাপন করার কথা ছিল কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বি