বহুমূখী সংকটে ভেঙ্গে পড়ছে ইউরোপের শেয়ারবাজার

euস্টকমার্কেট ডেস্ক :

চলমান গ্রীস ও ইউক্রেন সংকটের সুষ্ঠু সমাধান না হওয়ায় ক্রমাগত ভাবে ভেঙ্গে পড়ছে ইউরোপের শেয়ার বাজার। সেই সাথে ইউরোপ জুড়ে চলা মন্দাভাব তো আছেই। এক কথায় বহুমূখী সংকটে ভেঙ্গে পড়ছে ইউরোপের কয়েকটি দেশের শেয়ারবাজার। সূত্র : রয়টার্স

এরই ধারাবাহিকতায় গতকাল সপ্তাহের শেষ দিনেও সূচকের নিম্নমুখী প্রবনতার মধ্যদিয়ে শেষ হয়েছে ইউরোপের শেয়ারবাজারের লেনদেন। এর আগে গত ১৮ নভেম্বর চলমান মন্দাভাব কাটাতে শেয়ার বাজারে প্রনোদনা সহায়তার ঘোষণা দিয়েছিল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ECB) ।

এতে আশায় বুক বেধেঁছিলেন বিনিয়োগকারিরা। তবে সে উদ্যোগও বাজারকে নিয়ন্ত্রন করতে কার্যত ব্যর্থ হয়েছে।

গতকাল লন্ডন FTSE 100 Index ১২.৪৯( 0.১৮ %)পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৮৫৩.৪৪ পয়েন্টে। অন্যদিকে জার্মান DAX Index ৫৯.০২ (0.৫৪%) পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০,৮৪৬.৩৫ পয়েন্টে। এছাড়া CAC 40 Index ১২.২৭ (০.২৬%) কমে ৪,৬৯১.০৩ পয়েন্টে অবস্থান করছে। ।

তবে এরই মধ্যে আশা দেখাচ্ছে দুইটি বিষয়। প্রথমত, গ্রীসের অর্থমন্ত্রী ইউরো সমস্যা সমাধানে ইতিমধ্যে ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার ইঙ্গিত দিয়েছেন।

গতকাল শুক্রবার ইউক্রেন সংকট সমাধানে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। তবে এসব আলোচনার ফলাফল কি হয় সেদিকেই এখন তাকিয়ে আছেন ইউরোপের বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারিরা ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সপ্তাহশেষে ডিএসইতে পিই রেশিও কম

dse1স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেনে অধিকাংশ শেয়ারের দর কমায় বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭.০৯ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে অবস্থান করে ১৭.১৮ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে ০.০৯ পয়েন্ট বা ০.৫০ শতাংশ।

সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০.১৯ পয়েন্টে, আর্থিক খাতের ১০.৮৮ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.৭৯, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১.৬৯, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.২৮, পাট খাতের ১৮৬.৬৮, বস্ত্র খাতের ১১.৫৭, ওষুধ ও রসায়ন খাতের ২২.২৭, সেবা ও আবাসন খাতের ৩৩.৩২, সিমেন্ট খাতের ২১.৬৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৬.১৪, চামড়া খাতের ২৪.৫২, সিরামিক খাতের ৩৩.৩৯, বিমা খাতের ১৯.৩৩, বিবিধ খাতের ৩০.২৪, পেপার ও প্রকাশনা খাতের ১২.৯১, টেলিযোগাযোগ খাতের ২২.২০, ভ্রমণ ও অবকাশ খাতের ১৬.১৭ পয়েন্টে।

আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করে ১০.২০ পয়েন্টে, আর্থিক খাতের ১৪.৭৬ পয়েন্ট, প্রকৌশল খাতের ২০.৪৪, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১.৭৬, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১১.৪৭, পাট খাতের ২০৬.৫৫, বস্ত্র খাতের ১১.৭৪, ওষুধ ও রসায়ন খাতের ২২.৭২, সেবা ও আবাসন খাতের পিই রেশিও ৩৬.৩২।

এছাড়া সিমেন্ট খাতের ২০.৫৪, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৮৯, চামড়া খাতের ২৩.৫১, সিরামিক খাতের ৩৩.৪৪, বিমা খাতের ১৯.৫৫, বিবিধ খাতের ৩০.৯০, পেপার ও প্রকাশনা খাতের ৯.৮৮, টেলিযোগাযোগ খাতের ২১.৬০, ভ্রমণ ও অবকাশ খাতের পিই রেশিও দাঁড়িয়েছে ১৪.৭২ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

গ্রামীন ফোনের বোর্ড সভা আজ

gramnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীন ফোনের বোর্ড সভা আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৩ সালে গ্রামীন ফোনে শেয়ারহোল্ডারদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১০ টাকা ৮৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ব্রোকারেজ হাউজ আইপিওতে কোটা চায়

houseস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে যে কোনো প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মিউচুয়াল ফান্ডের মতো কোটা দাবি করেছে স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান তথা ব্রোকারেজ হাউজগুলো। সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) কাছে ব্রোকারদের এ দাবি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

সম্প্রতি সদস্য প্রতিষ্ঠানগুলো অন্যান্য বিষয়ের সঙ্গে আইপিওতে কোটার দাবি করে আসছে। যা ইতোমধ্যে বিএসইসিতে উত্থাপন করেছে ডিএসই। তবে আইপিওর কত শতাংশ ব্রোকারেজ হাউজগুলোর জন্য বরাদ্দ করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, বর্তমানে কোনো আইপিওর ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের, ১০ শতাংশ অনিবাসী বাংলাদেশী, ১০ শতাংশ মিউচুয়াল ফান্ড ও অবশিষ্ট ৬০ শতাংশ সাধারণ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রাখার বিধান রয়েছে।

বিদ্যমান ব্যবস্থায় পরিবর্তন এনে আইপিওর ১০ শতাংশ বিদেশী বিনিয়োগকারীদের জন্য কোটা রাখার বিধান করা হচ্ছে। এর পর থেকেই মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে ব্রোকারেজ হাউজগুলো আইপিওতে কোটা দাবি করছে।

জানা গেছে, প্রাইমারি বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে কমিশন আইপিওর বিদ্যমান কোটা পদ্ধতি ঢেলে সাজাতে চায়। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি আইপিওর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বরাদ্দের জন্য পাবলিক ইস্যু বিধিমালা সংশোধনীর প্রস্তাব দেয়া হতে পারে। তবে ডিএসইর গতকালের প্রস্তাবের বিষয়ে এখনো কিছু জানায়নি বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

বাটা সুর দর বেড়েছে ৮.০২%

bataস্টকমার্কেট ডেস্ক :

চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের দর গত সপ্তাহে বেড়েছে ৮ দশমিক শূন্য ২ শতাংশ। ফলে কোম্পানিটি উঠে আসে সাপ্তাহিক দরবৃদ্ধির চতুর্থ স্থানে। সপ্তাহজুড়ে এর মোট ৭ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের দর বাড়ে ৪ দশমিক ৬০ শতাংশ বা ৫৮ টাকা ৫০ পয়সা। দিনভর দর ১ হাজার ২৭৭ টাকা থেকে ১ হাজার ৩৩২ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ লেনদেন হয় ১ হাজার ৩২৯ টাকায়। লেনদেন শেষে এর সর্বশেষ দর ছিল ১ হাজার ৩৩০ টাকা ২০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ১ হাজার ২৭০ টাকা ৫০ পয়সা। এদিন ৩১৩ বারে এ কোম্পানির মোট ২০ হাজার ৩৯০টি শেয়ারের লেনদেন হয়।

গত এক মাসে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১ হাজার ১৩৪ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ দর ১ হাজার ৩৩০ টাকা ২০ পয়সা। ছয় মাসে এর সর্বনিম্ন দর ৯৪৬ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ১ হাজার ৩৩০ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য অন্তর্বর্তীকালীন ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে