ফেসবুকের শেয়ার বিক্রি করলেন জাকারবার্গ ইনিশিয়েটিভ

face-smbdস্টকমার্কেট ডেস্ক:

দাতব্য সংস্থার তহবিল গঠনের জন্য ফেসবুকের শেয়ার বিক্রি করেছেন মার্ক জাকারবার্গ। সাড়ে নয় কোটি ডলার মূল্যের নিজ মালিকানাধীন সাত লাখ ৬০ হাজার স্টক শেয়ার বিক্রি করেছেন তিনি।

জাকারবার্গের পক্ষে চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ হোল্ডিংস ও চ্যান জাকারবার্গ ফাউন্ডেশন এ শেয়ার বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। প্রতিটি শেয়ারের মূল্য পড়েছে ১২২ ডলার ৮৫ সেন্ট থেকে ১২৪ ডলার ৩১ সেন্ট।

২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গ ফেসবুকে তার মালিকানায় থাকায় শেয়ারের কিছু অংশ চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ-এ দান করে দেন। চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ হচ্ছে একটি লাভের লক্ষ্যে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান, যার লক্ষ্য হচ্ছে- ‘নতুন প্রজন্মের সব শিশুর জন্য সমতা আনার প্রচারণা করা ও মানবজাতির সম্ভাবনা উন্নত করা’।

সম্প্রতি জাকারবার্গের দান করা ওই শেয়ারগুলো নগদ অর্থে পরিণত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

চাপের মধ্যে পোশাক শিল্প : নিম্নমূখী মুনাফায় তালিকাভুক্তরা

garmentsস্টকমার্কেট ডেস্ক:

কাঁচামাল আমদানি ও অন্যান্য শিল্প উপকরণসহ ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধির কারণে বস্ত্রখাতে উৎপাদন খরচ বাড়ছে। অন্যদিকে উৎপাদিত পণ্যের দাম কমে যাওয়া, বিশ্ববাজারে প্রতিযোগী দেশগুলোর পণ্যের অবাধ প্রবেশ, অসম প্রতিযোগিতা, দেশে-বিদেশে নেতিবাচক প্রচারণা ও দুর্ঘটনা-শ্রমিক অসন্তোষের কারণে বাজারের পরিধি কমছে। এসব কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ৪৫ কোম্পানির মধ্যে এক-তৃতীয়াংশ কোম্পানির মুনাফার ধারা এখন নিম্নমুখী। এগুলোর মধ্যে লোকসানে পড়েছে দুটি কোম্পানি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১১ সালে আলহাজ্ব টেক্সটাইলের কর-পরবর্তী মুনাফা দুই কোটি ৭৮ লাখ টাকা ছিল, যা সর্বশেষ ২০১৫ সালে দুই কোটি সাত লাখ টাকায় নেমেছে। লোকসান থেকে বেরিয়ে আসা কোম্পানি অলটেক্সের মুনাফা এক বছরেই প্রায় অর্ধেক কমেছে। ২০১৪ সালে ১২ কোটি ২৬ লাখ টাকা মুনাফা করেছিল, যা ২০১৫ সালে ছয় কোটি ৪৪ লাখ টাকায় নেমেছে।

ফ্যামিলিটেক্সের কর-পরবর্তী মুনাফা ২০১৩ সালে ৯২ কোটি ১৮ লাখ টাকা ছিল, যা ২০১৪ সালে কমে দাঁড়িয়েছে ৯১ কোটি ১৯ লাখ টাকায়।
একইভাবে এইচ আর টেক্সটাইল ২০১৩ সালে পাঁচ কোটি ৮৩ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছিল, যা ২০১৫ সালে প্রায় অর্ধেক কমে তিন কোটি আট লাখ টাকায় নেমেছে।

গ্রুপভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স ও সায়হাম গ্রুপের দুটি করে কোম্পানির মুনাফার ধারা নিম্নমুখী। ম্যাকসন্স গ্রুপের মেট্রো স্পিনিংয়ের কর-পরবর্তী মুনাফা ২০১৩ সালে তিন কোটি ২৩ লাখ টাকা ছিল, যা ২০১৫ সালে কমে দুই কোটি ১৮ লাখ টাকায় নেমেছে। গ্রুপের অপর কোম্পানি ম্যাকসন্স স্পিনিংয়ের অবস্থাও ক্রমাবনতির দিকে। ২০১৩ সালে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ছিল ১৪ কোটি ৮৯ লাখ টাকা, যা ২০১৫ সালে ছয় কোটি ২৫ লাখ টাকায় নেমেছে।

একইভাবে সায়হাম গ্রুপের দুটি কোম্পানির মুনাফাও কমেছে। এর মধ্যে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে সায়হাম টেক্সটাইলের মুনাফা সাত কোটি ৮৯ লাখ টাকা কমেছে। এছাড়া ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে সায়হাম কটনের কর-পরবর্তী মুনাফা ছয় কোটি ৯৩ লাখ টাকা কমেছে।

এছাড়া তিন বছরে প্রাইম টেক্সটাইলের মুনাফা পাঁচ কোটি পাঁচ লাখ টাকা কমেছে। কোম্পানিটি ২০১৩ সালে চার কোটি ৬২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছিল, যা ২০১৫ সালে চার কোটি ১১ লাখ টাকায় নেমেছে।

স্বল্প মূলধনি কোম্পানি মিথুন নিটিংয়ের মুনাফা ২০১২ সালের পর থেকে কমছে। ওই বছর কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ছিল পাঁচ কোটি নয় লাখ টাকা, যা প্রায় ৫৭ লাখ টাকা কমে ২০১৫ সালে চার কোটি ৪৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।

আর তাল্লু স্পিনিং ২০১৩ সালে ১২ কোটি ৯০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছিল, যা ২০১৫ সালে এক কোটি তিন লাখ টাকায় নেমেছে।
স্কয়ার টেক্সটাইল ২০১২ সালে ৮২ কোটি ৮৯ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছিল, যা ২০১৪ সালে ৮০ কোটি ৫৪ লাখ টাকায় নেমেছে।
উৎপাদন চালুর প্রতিশ্রুতি দিয়ে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আসার পরও উৎপাদন চালু করতে পারেনি মডার্ন ডাইং। কারখানা ও অবকাঠামো ভাড়া দিয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে কোম্পানিটি। ২০১৪ সালে মডার্ন ডায়িংয়ের কর-পরবর্তী মুনাফা ছিল ২১ লাখ ৪০ হাজার টাকা, যা ২০১৫ সালে ১৫ লাখ ৯০ হাজার টাকায় নেমেছে।

তালিকাভুক্তির পর কমতে শুরু করেছে তিনটি কোম্পানির মুনাফা। মাহিন গ্রুপের কোম্পানি হামিদ ফেব্রিক্সের মুনাফা। ২০১৪ সালে ২৭ কোটি ২৫ লাখ টাকা মুনাফা করেছিল কোম্পানিটি, যা ২০১৫ সালে প্রায় অর্ধেক কমে ১৩ কোটি ৫৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। এদিকে ২০১৩ সালে হা-ওয়েল টেক্সটাইলের কর-পরবর্তী মুনাফা ছিল ১২ কোটি ৮০ লাখ টাকা। তালিকাভুক্তির পর ২০১৫ সালে ১১ কোটি ৬৬ লাখ টাকায় নেমেছে।
২০১৫ সালে তালিকাভুক্ত অপর কোম্পানি রিজেন্ট টেক্সটাইল ২০১৩ সালে ১৭ কোটি ৪৯ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছিল, যা দুই কোটি ৬১ লাখ টাকা কমে ২০১৪ সালে ১৪ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

এদিকে লোকসানে রয়েছে বস্ত্রখাতের দুটি কোম্পানি। এরমধ্যে ২০১১ সাল থেকে লোকসানে মাল্টিমোড গ্রুপের দুলামিয়া কটন। ২০১১ সালে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান এক কোটি ৫১ লাখ টাকা ছিল, যা ২০১৫ সালে বেড়ে এক কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে দু’বছর ধরে লোকসানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল। ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান তিন কোটি ৫৯ লাখ টাকা বেড়েছে। এর আগে ২০১২ সালে সর্বশেষ ৭১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছিল কোম্পানিটি।

এসব শিল্পের মালিকরা বলছেন, ‘রানাপ্লাজা ট্র্যাজেডির পর অ্যাকর্ড অ্যালায়েন্সসহ বিদেশি ক্রেতাদের দেওয়া শর্ত পালন করতে হচ্ছে। এ কারণে চাপের মুখে পড়ছে কোম্পানিগুলো। এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধির বিপরীতে বাজার সঙ্কুচিত হয়ে পড়ায় বস্ত্রখাত চ্যালেঞ্জের মুখে পড়েছে। ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে কোম্পানিগুলো।’

স্টকমার্কেটবিডি.কম/এমআর

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

standardস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ্ব মোহাম্মদ সামছুল আলম নামে ব্যাংকটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ৫ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ৭৪১টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মেঘনা লাইফের বিমা তহবিল ১৪০০ কোটি ছাড়ালো

megna-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে ৩০ কোটি ৯৬ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে । আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ২৪ কোটি ৫১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, (এপ্রিল-জুন-১৬) এ প্রান্তিকে কোম্পানির বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪০৮ কোটি ২৬ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৩৭৩ কোটি ১০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. শাহজিবাজার পাওয়ার
  2. ন্যাশনাল টিউবস
  3. আমান ফিডস
  4. এমজেএলবিডি
  5. বিএসআরএম লি.
  6. লাফার্জ সুরমা
  7. আলহাজ টেক্সটাইল
  8. কাসেম ড্রাইসেল
  9. বেক্স ফার্মা
  10. স্কয়ার ফার্মা।

দিনের শেষে লেনদেন ও মূল্য সূচকের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন ও মূল্য সূচকের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৫১১ কোটি ৯০ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪২ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৯ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগ দর কমেছে। এদিন বেড়েছে ৮৩ টির, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল টিউবস, আমান ফিডস, এমজেএলবিডি, বিএসআরএম লি., লাফার্জ সুরমা, আলহাজ টেক্সটাইল, কাসেম ড্রাইসেল, বেক্স ফার্মা ও স্কয়ার ফার্মা।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম লি. ও একমি ল্যাব।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

জিবিবি পাওয়ারের বোর্ড সভা আজ

gbb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আজ ২১ আগষ্ট বেলা ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জানুয়ারিতে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

লাফার্জ সুরমার এজিএম ৩১ আগষ্ট

lafarge-holcim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩১ আগষ্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। বেলা ১১টায় রাজধানীতে এই এজিএম অনুষ্ঠিত হবে।

এদিন মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই এজিএম অনুষ্ঠিত হবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটি জানুয়ারি-জুন ২০১৬ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৮ পয়সা।

এসময় শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাড়িয়েছে ১৮.২৫ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে