তালিকাভুক্ত দুই কোম্পানির ভ্যাট বকেয়া আদায়ে দুই মন্ত্রনালয়ে চিঠি

nrbনিজস্ব প্রতিবেদক :

৯টি কোম্পানির ১৬ হাজার ২৬৮ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৯৫৩ টাকার ভ্যাট বকেয়া আদায়ের জন্য আইনি পরামর্শ চেয়ে অর্থ ও আইন মন্ত্রণালয়ে সম্প্রতি চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।

অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠির সঙ্গে যুক্ত সারসংক্ষেপে ৯ প্রতিষ্ঠানের নাম ও বকেয়ার পরিমাণ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বারবার তাগাদার পরও এসব প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করছে না। প্রতি মাসেই নিয়মিত ভ্যাট যুক্ত হয়ে বকেয়ার পরিমাণ বাড়ছে।

চিঠিতে বলা হয়েছে, ৯ প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ ১৬ হাজার ২৬৮ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৯৫৩ টাকা। সাধারণ মানুষের কাছ থেকে এনবিআরের তহবিলে জমা দেওয়ার জন্যই এ টাকা আদায় করা হয়েছে।

সূত্র মতে, তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের কাছে ৩৫ লাখ ৮৭ হাজার ৩২০ টাকা ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে ১২ হাজার ৯৬১ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ২৪৯ টাকা কর আদায় বকেয়া রয়েছে।

এছাড়া তাবানী বেভারেজ লিমিটেডের কাছে ৩৪ লাখ ৮ হাজার ১২৫ টাকা, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে ৮৬৪ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৩৩ টাকা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে এক হাজার ৬২৭ কোটি ৮৯ লাখ ২৮ হাজার ৯৭৬ টাকা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে ৪৮৫ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ১২৪ টাকা, সাধারণ বীমা করপোরেশনের কাছে ৫৮ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪৭৪ টাকা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে ২৬৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের কাছে এক কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৬৫২ টাকার ভ্যাট বকেয়া রয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মার্ক বিডির শেয়ার কেলেঙ্কারি মামলায় গ্রেফতারি পরোয়ানা

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার ধস ও অন্যান্য শেয়ার কেলেঙ্কারির দায়ে দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তিতে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে দেড় বছর আগে। ছয় মাসের মধ্যে ২৩টি মামলা এখানে স্থানান্তরিত হলেও মাত্র পাঁচটি মামলা নিষ্পত্তির পর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় এ আদালতের। প্রভাবশালীদের মামলাগুলো উচ্চ আদালত কর্তৃক স্থগিত হয়ে যাওয়ায় এক বছরের বেশি সময় অলস সময় কাটায় বিশেষ ট্রাইব্যুনাল। তবে সম্প্রতি দুটি মামলার মাধ্যমে আবার সক্রিয় হয়েছে এ ট্রাইব্যুনাল।

গত বৃহস্পতিবার মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির (মার্ক বিডি) শেয়ার কেলেঙ্কারি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে বাদী ও সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশও দিয়েছেন রাজধানীর হাউজ বিল্ডিং ফিন্যান্স ভবনে স্থাপিত বিশেষ আদালত।

আদালত সূত্রে জানা গেছে, নিম্ন আদালত থেকে স্থানান্তরের পর গতকাল চার্জ গঠন শেষে এ আদেশ দেন বিচারক আকবর আলী শেখ। আদালতে উপস্থিত না হওয়ায় মামলার আসামি মার্ক বিডির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এবং পরিচালক সালমা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি। আর মামলার বাদী বিএসইসির উপপরিচালক এএসএম মাহমুদুল হাসান ও সাক্ষী তত্কালীন নির্বাহী পরিচালক আনোয়ার উল কবির ভূঁইয়াকে আদালতে উপস্থিত হওয়ার জন্যও সমন জারি করেন আদালত।

মামলায় বাদীপক্ষের প্যানেল আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের জানান, মার্ক বিডির মামলাটি নিম্ন আদালতে থাকাকালীন আসামিরা জামিনে মুক্ত ছিলেন। ট্রাইব্যুনালে স্থানান্তরের পর শুনানি ও গতকালের চার্জ গঠনের সময় আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে আসামিরা আত্মসমর্পণ না করলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ শুরুর সম্ভাবনা রয়েছে।

এর আগে মার্ক বিডির শেয়ার কেলেঙ্কারির মামলাটি গত ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ট্রাইব্যুনালে মামলাটির বিচার কার্যক্রম শুরু করার লক্ষ্যে চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৮ নভেম্বর পূর্বনির্ধারিত তারিখ ছিল। ওইদিন চার্জ গঠনের জন্য আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৯ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করলে ওইদিনও ফের সময় চেয়ে আবেদন করে বিএসইসি। এর পরিপ্রেক্ষিতে গতকাল নির্ধারিত দিনে চার্জ গঠন করেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আসামিরা ১৯৯৬ সালের অক্টোবরে প্রকাশিত প্রসপেক্টাসে কোম্পানির অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শতভাগ প্রিমিয়ামে শেয়ার কিনতে প্রলুব্ধ করেন। প্রসপেক্টাসে আইপিও তহবিলের ব্যবহার সম্পর্কে যে অঙ্গীকার করেছে, তাও পালন করা হয়নি। অস্তিত্বহীন প্লান্ট এবং মেশিনারিজকে কোম্পানির সম্পদ হিসেবে দেখানো এবং মালিকানাধীন প্লান্ট ও যন্ত্রপাতির মূল্য বেশি দেখিয়ে প্রসপেক্টাস তৈরি করেছেন আসামিরা। কোম্পানির প্রসপেক্টাস অনুযায়ী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (তত্কালীন) যে শর্তের অধীনে শতভাগ প্রিমিয়ামে শেয়ার বিক্রির সম্মতি দিয়েছিল, পরবর্তীতে তাও পরিপালন করেনি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইর ৫৫তম এজিএম ২৩ মার্চ

agmনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর নিজস্ব ভবনে ৫৫তম এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ডিমিউচুয়ালাইজেশনের পর এটি দ্বিতীয় এজিএম।

এজিএমে ২০১৫-১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সুপারিশ করা ডিভিডেন্ড অনুমোদন করা হবে। এছাড়া বোর্ডে পরিচালক নির্বাচন এবং আগামী হিসাববছরের নিরীক্ষক নিয়োগ করা হবে।

এর আগে ডিএসইর ৫৪তম এজিএমে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে

peনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে ২.৬০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.৮১ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৪১ পয়েন্ট। সে হিসেবে সাপ্তাহিক ব্যবধানে পিই রেশিও বেড়েছে ০.৪০ পয়েন্ট বা ২.৬০ শতাংশ।

বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.২৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩২.৫৭ পয়েন্টে, সিরামিক খাতের ২৯.৫২ পয়েন্টে, প্রকৌশল খাতের ২১.৯২ পয়েন্টে, আর্থিক খাতের ২২.০৯ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৩.৬৭ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.০১ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ২১.০৬ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩১.০৯ পয়েন্টে, পাট খাতের পিই রেশিও মাইনাস ৯০.৩৪ পয়েন্টে, বিবিধ খাতের ২৮.৭৩ পয়েন্টে, কাগজ খাতের মাইনাস ১৪১.১১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৫৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৮.২০ পয়েন্টে, চামড়া খাতের ১৯.০০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯.২৬ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.১৮ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের ২৭.৭৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৩ শতাংশ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মূল্যসূচক বাড়লেও সঙ্গে কমেছে লেনদেন। এসময় লেনদেন কমেছে প্রায় ২৩ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে ৩ হাজার ৬৮৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৪ হাজার ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। গত সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ১১০ কোটি ১২ লাখ টাকা বা ২৩.১৪ শতাংশ।

সে সময় ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৫২ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ২ দশমিক ৫৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৩ দশমিক ৩৮ শতাংশ আর ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৫৩ শতাংশ।

মোট ৫ কার্যদেবসে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১৪৭.৩৩ পয়েন্ট। এছাড়া ডিএসই৩০ সূচক ৪৫.৪৭ পয়েন্ট আর শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৩০.১৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৭টি কোম্পানির। আর দর কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মোট ২৩৭ কোটি টাকার শেয়ার। সপ্তাহজুড়ে ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

স্টকমার্কেটবিডি.কম/