তালিকাভুক্ত কোম্পানির করহার কমছে ২.৫ শতাংশ

dseস্টকমার্কেট ডেস্ক :

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার ২.৫ শতাংশ কমানো হচ্ছে। অর্থ আইন-২০১৫ তে বিষয়টি উল্লেখ থাকছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। এর সঙ্গে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট করহার ৪২.৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হচ্ছে।

অন্যদিকে নন-পাবলিক ট্রেডেড কোম্পানির করহার ৩৫ শতাংশ বহাল থাকছে।

এ ছাড়া কোনো কোম্পানি তার পরিশোধিত মূলধনের ২০ শতাংশ শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়ে তাহলে ওই কোম্পানি সংশ্লিষ্ট বছরের প্রযোজ্য আয়করের ওপর ১০ শতাংশ কর রেয়াত পাবে।

করপোরেট করহার অপরিবর্তিত থাকছে মার্চেন্ট ব্যাংক, সিগারেট প্রস্তুতকারক কোম্পানি ও মোবাইল অপারেটরদের। অর্থাৎ মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ৩৭.৫ শতাংশ, মোবাইল অপারেটর কোম্পানি ও সিগারেট প্রস্তুতকারকদের ৪৫ শতাংশ হারে করপোরেট কর দিতে হবে।

এ ছাড়া নতুন অর্থবছরে সমবায় সমিতি আইন-২০০১ অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতিকেও ১৫ শতাংশ হারে কর দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লিগাসী ফুটওয়্যারের ৬০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগাসী ফুটওয়্যার লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কােম্পানিটির উদ্যোক্তা পরিচালক কাজী নাফিস আহমেদ তার হাতে থাকা মোট ৫ লাখ ৮৩ হাজার ৪৪৭ শেয়ারের মধ্যে ৬০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

তিনি এই ঘোষণার ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

যমুনা ব্যাংক পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

Jamuna Bank_smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক মো: ইসমাঈল হােসন সিরাজী তার হাতে থাকা ৮১ লাখ ৪ হাজার ৭২৯ শেয়ার হতে ১ লাখ শেয়ার বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার হস্তান্তর

central-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাফী প্রতিষ্ঠানের মোট ৬ লাখ ৭ হাজার ২০০ টি শেয়ার অপর পরিচালকের নিকট হস্তান্তর করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাফী কোম্পানির ৬ লাখ ৭ হাজার ২০০ টি শেয়ার অপর পরিচালক তার ছেলে মোহাম্মদ মাসুদ করীমকে উপহার হিসেবে হস্তান্তর করবেন বলে ঘোষণা দেন ।

ডিএসতে বিষয়টি অনুমোদনের পর এই উদ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

প্রথম ঘণ্টায় ১৩২ কোটি টাকার লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম এক ঘণ্টায়  লেনদেন হয়েছে ১৩২ কোটি টাকা। এই সময় বেড়েছে সবধরনের মূল্যসূচক।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ডিএসইতে  ডিএসইএক্স সূচক ৭.১৯ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে অবস্থান করে ৪৫৯৪.০৩ পয়েন্টে। এসময় মোট লেনদেন হয়েছে ১৩২ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ১০০ টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫ টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে জ্বালানী খাতের সামিট পাওয়ার ও খুলনা পাওয়ার কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

একটিভ ফাইনের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিওতে

activeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি একটিভ ফাইন লিমিটেডের ঘোষিত লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিওতে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ৪ জুন বৃহস্পতিবার একটিভ ফাইন ঘোষিত ডিভিডেন্ড শেয়ারগুলো বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৮ মে সম্পন্ন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে/

স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ বিওতে জমা

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ঘোষিত লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ৪ জুন বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংক ঘোষিত ডিভিডেন্ড শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৪ মে সম্পন্ন করেছে ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল ব্যাংকের স্বাধীন পরিচালকের শেয়ার বিক্রি

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একজন স্বাধীন পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির স্বাধীন পরিচালক মাহবুবুর রহমান খান নিজের শেয়ারের মধ্য থেকে ৩৬ হাজার ১৩৩টি শেয়ার বিক্রয় শেষ করেছেন।

তিনি ঘোষণার ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করেছেন বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ফার কেমিক্যাল জমি কিনবে

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেড ঢাকার বাইরে নারায়নগঞ্জে জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে ২০০ ডেসিমল জমি কিনবে। সেখানে ফার কেমিক্যালের সেকেন্ড ইউনিটের কাজ শুরু করবে ফার কেমিক্যাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড