মোদীর বৈঠকের খবরে ইতিবাচক ধারায় সেনসেক্স

sensexনিজস্ব প্রতিবেদক :

একদিনের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। মঙ্গলবার সেনসেক্স ৪২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৩১৭.৮৭ পয়েন্টে। গত সোমবার ১৫ মাসে সবচেয়ে নীচে নেমেছিল এই সূচক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের খবরে সেনসেক্স ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করছে আনন্দবাজার প্রত্রিকা।

চীনের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার জেরে টানা কমতেছিল সেনসেক্স। মঙ্গলবার ফের ২৫ হাজার টপকে যায় সেনসেক্স। সেনসেক্স বৃদ্ধির ইন্ধন জোগায় দেশের শিল্প, ব্যাঙ্কিং মহল ও অর্থনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক।

সেখানে চীনের আর্থিক সঙ্কট বা আমেরিকার সুদ বাড়ানোর ইঙ্গিত সত্ত্বেও ভারতের অর্থনীতির বিপদ ঘটবে না বলে ভরসা দেন মোদী। চীনের বাজারের উত্থানও টেনে তোলে দেশের শেয়ারবাজারকে।

ডলারে টাকার দামও এ দিন ২৭ পয়সা বেড়েছে। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৫৫ টাকা। শেয়ার বাজারের উত্থান এর জন্য অনেকটাই দায়ী বলে বাজার সূত্রের খবর। তার কারণ, শেয়ার কেনার জন্য এ দিন বেশ কিছু বিদেশি আর্থিক সংস্থা তাদের হাতে থাকা ডলার বিক্রি করে দেয়। বিভিন্ন ব্যাঙ্ক ও রফতানিকারীদের তরফে ডলার বিক্রি করার জেরেও টাকার দাম বেড়েছে। ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএসইতে ২৯ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এই দিন সবগুলো সূচক আগের দিনের চেয়ে কমছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ১৪৫৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৩৬ পয়েন্ট কমে ৮৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৬০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৫ টির দাম বেড়েছে। কমেছে ১৩৭ টির, আর অপরিবর্তিত ছিল ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৬১ লাখ ৭ হাজার টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে আমান ফিড ও অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. স্কয়ার ফার্মা
  2. গ্রামীনফোন
  3. আমান ফিড
  4. ইউনাইটেড এয়ারওয়েজ
  5. এমারেল্ড ওয়েল
  6. লঙ্কাবাংলা ফাইনান্স
  7. হেডলবার্গ সিমেন্ট
  8. আইডিএলসি
  9. লাফার্জ সুরমা সিমেন্ট
  10. ওরিয়ন ফিউশন।

ঢাকা ব্যাংকের ইজিএমের দিন ও ভেন্যু নির্ধারণ

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু রাজধানীতে নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভাটি ঢাকায় রেডিসন ল্বু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে অনুষ্ঠিত হবে।

আগামী ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টায় এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এই বিশেষ সাধারণ সভার (ইজিএম) অন্যান্য বিষয়ে পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিচ হ্যাচারীর বোর্ড সভা বাতিল

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড আজ ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় বোর্ড সভা আহবান করে তা বাতিল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, অনিবার্য কারণ:বশত কোম্পানিটি আজকের বোর্ডসভা বাতিল করেছে। নতুন সময় পরবর্তীতে জানানো হবে।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিচ হ্যাচারি লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে সূচকের পতন অব্যাহত

indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন অব্যাহত রয়েছে। এদিন কমেছে লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২৬.০২ পয়েন্ট কমে ৪৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। চার কার্যদিবস পরে গতকাল মঙ্গলবার ডিএসইতে এই সূচক ৭.৪৫ পয়েন্ট কমে ৪৭৮৪ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৫ কোটি ৭৩ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে ৪৪৪ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ১৭১ টির। আর অপরিবর্তিত ছিল ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মা,  গ্রামীনফোন,  আমান ফিডস, ইউনাইটেড এয়ারওয়েজ, এমারেল্ড ওয়েল, লঙ্কাবাংলা ফাইনান্স, হেডলবার্গ সিমেন্ট, আইডিএলসি, লাফার্জ সুরমা সিমেন্ট ও ওরিয়ন ফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে মডার্ণ ডায়িং

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ণ ডায়িং লিমিটেড আগামীকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৮ সেপ্টেম্বর। রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট/ব্লক মার্কেটে হবে।ওই দিনগুলোতে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

৩৪ গুনের উপরে কেডিএসের আবেদন

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের কেডিএসের(আইপিও) আবেদন সংগ্রহ শেষে জমাকৃত আবেদন গণনা সম্পুর্ন হয়েছে। মোট আবেদন ৩৪ গুনের উপরে দাঁড়িয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সর্বশেষ হিসাবানুযায়ী, কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৪২ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ২৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা ও মিউচুয়াল ফান্ড থেকে ১৯৩ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকাসহ মোট জমা পড়েছে ৮২৯ কোটি ২৪ লাখ ৪৫ হাজার টাকার আবেদন।

কেডিএস এক্সেসরিজের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ১০ টাকা প্রিমিয়াম মুল্যে ২৪ কোটি টাকা উত্তোলনের বিপরিতে এই টাকা জমা পড়ল। যা মোট চাহিদার ৩৪.৫৫ গুন।

গ্লোবাল ইন্স্যুরেন্স উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা শওকত রেজা নিজ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তিনি বীমাটির এক লাখ শেয়ার কিনবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।
স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

বিআইএফসির এজিএম স্হগিত

bifcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের ১৯ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) মূলতবি ঘোষণা করেছে। এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০:০০ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম)নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য যে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড ৩ সেপ্টেম্বর এজিএম নির্ধারণ করে পরবর্তীতে আগামী ১৬ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/