এনার্জিপ্যাকের কাট-অফ-প্রাইস ৩৫ টাকা; সর্বোচ্চ দর ৮৫ টাকা

energypac-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের বিডিংয়ের (নিলাম) মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারণ হয়েছে ৩৫ টাকা। নির্ধারিত সময়ের বিডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই শেয়ারের সর্বোচ্চ দর প্রস্তাব করে ৮৫ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিডিংয়ে সব চেয়ে বেশি দর প্রস্তাব আসে ২৫ টাকায়। এই দরে মোট ৪৩টি দর প্রস্তাব আসে। এই দরে মোট ৫২ শতাংশের বেশি শেয়ারের দর প্রস্তাব করে বিডাররা।

এছাড়া তিন দিনের এই বিডিংয়ের সর্বোচ্চ দর প্রস্তাব আসে ৮৫ টাকা আর সর্বনিম্ন দর আসে ১৬ টাকা। এই দুটো দর প্রস্তাব করে একটি করে প্রতিষ্ঠান।

দর প্রস্তাবে দ্বিতীয় সর্বোচ্চ ছিল ৩৫ টাকার দরটি। এই দরে মোট চাহিদার ২৮.৭৫ শতাংশ শেয়ারের দর প্রস্তাব করা হয়।

এছাড়া ২০ টাকা দরে ১১টি, ৩০ টাকা দরে ১৪টি, ৩৩ টাকা দরে ১০টি, ৪০ টাকা দরে ২৯টি ও ৫০ টাকা দরে ১৮টি দর প্রস্তাব করা হয়েছে।

আর ৫০ এর উপরে ৮৫ টাকার মধ্যে মোট ১০টি দর প্রস্তাব এসেছে আলাদা আলাদা দরে।

কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

মূলধন সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ( পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে ডিএসই’র শোক প্রকাশ

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক স্বতন্ত্র পরিচালক (এটর্নি জেনারেল) মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার ডিএসইর এক শোক বার্তাটি গনমাধ্যমের নিকট পাঠানো হয়।

মরহুম মাহবুবে আলম ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের মে মাস পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷

সরকারের একজন প্রথিত যশা আইন কর্মকর্তা হিসেবে ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের হাতে এককভাবে কমপক্ষে ২% এবং সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারনের বিষয়ে মামলায় তার ভূমিকা ছিল অতুলনীয় ও প্রসংশনীয়৷

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা (এটর্নি জেনারেল) মাহবুবে আলম গতকাল (সেপ্টেম্বর ২৭, ২০২০) তারিখে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

স্টকমার্কেটবিডি.কম/

গোল্ডেন হার্ভেষ্ট এগ্রোর শেয়ার অফিস পরিবর্তন

goldenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় সেনা কল্যান বিজনেস মার্ট নামে একটি ভবনে স্থানান্তর করা হয়েছে। এর আগে এর কার্যালয় ছিল একই এলাকায় ২৭০/বি নম্বর ভবনে।

এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দি ইমাকুলেট টেক্সটাইল লিমিটেডের তিন শতাধিক শ্রমিককে বকেয়া বেতন-ভাতাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নামে একটি সংগঠন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে অভিযোগ করে বলা হয়, কোনো কারণ ছাড়াই দি ইমাকুলেট টেক্সটাইল লিমিটেডের তিন শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ তাদের ভাতাসহ তিন মাসের বেতন দেওয়া হয়নি। এ অবস্থায় মালিক আত্মগোপনে চলে গেছেন। এতে ওই কারখানার শ্রমিকরা এখন বাড়ি ভাড়া, মুদি দোকানসহ বিভিন্ন জায়গাতে ঋণে পড়েছেন। একদিকে চাকরি নেই অন্যদিকে অনাহারে থাকতে হচ্ছে। এ অবস্থায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

এসময় বক্তব্য রাখেন- ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেফালি আফরোজ লাভলী, দপ্তর সম্পাদক নাসিমা ইয়াসমিন, শ্রমিক নেতা আলহামরা পারভিন তাসলিমা, ইমন শিকদার, সুলতান হোসেন, মোজাহিদুল হক, মোতালেব উদ্দিন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভার দিন পরিবর্তন

prime finস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। যা আজ ২৮ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টা রাজধানীর কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

কাসেম ইন্ডাস্ট্রিজের বাৎসরিক বোর্ড সভা আহবান

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২ টা ৪৫ মিনিটে রাজধানীর কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

চালের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হয়েছে : খাদ্যমন্ত্রী

FOOD MINISTERস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খোলাবাজারে চাল বিক্রি প্রতিটি পয়েন্টে দ্বিগুণ করা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান চাল মজুদ করে যেসব অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হয়েছে। আজ রাজধানীর মোহাম্মদপুরে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বল্প আয়ের মানুষের জন্য ওপেন মার্কেট সেল ওএমএস’এর মাধ্যমে চাল বিক্রি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে চায় মন্ত্রণালয় জানিয়ে তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পরিদর্শকরা বাজার মনিটরিং করছেন। এ বিষয়ে শক্ত অবস্থানে রয়েছি। যদি কোন ডিলার ব্যত্যয় ঘটায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ডিলারশিপ বাতিল করা হবে। এছাড়াও আজ থেকে খোলাবাজারে চাল বিক্রি প্রতিটি পয়েন্টে দ্বিগুণ করা হয়েছে। ১ হাজার কেজি চাল ৫ কেজি করে প্রতিটি ডিলার পয়েন্ট থেকে ২০০ জন কিনতে পারবেন এ পুষ্টি চাল।

স্টকমার্কেটবিডি.কম/এম

জবরদস্তি বাণিজ্য কূটনীতি আরো বাড়িয়েছে চীন

141834China-to-hold-5th-World-Internet-Conferenceস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনা রাষ্ট্রপতি শি জিনপিং গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সঙ্গে কথা বলার মাত্র দুই দিন আগে জার্মানি থেকে শুকরের মাংসের সমস্ত আমদানি নিষিদ্ধ করেছে বেইজিং। এটার পেছনের দৃশ্যমান যে কারণ, সেটা হল আফ্রিকান সোয়াইন ফ্লুর বিস্তার রোধ করা। জার্মানিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বুনো শুয়োরের মৃত্যু হয়েছে। এই রোগটি এরই মধ্যে চীনেও ছড়িয়েছে। তবে কিছু বিশ্লেষক চীনের এই সিদ্ধান্তের পেছনে ভিন্ন কারণ আনুসন্ধান করছেন। তাদের কাছে, এটি বেইজিংয়ের জবরদস্তি বাণিজ্যিক কূটনীতির সর্বশেষতম উদাহরণ।

প্রকাশ্যে স্বীকার করা না হলেও বেইজিং কর্তৃক জার্মানির শুকরের মাংস নিষিদ্ধ করার ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে বার্লিন। বেইজিং যে সুরক্ষা উদ্বেগের কথা বলেছে সেটাকে নিছক আমলাতান্ত্রিক অজুহাত বলেই মনে করছেন জার্মানি। চীন এই পদক্ষেপগুলো প্রায়শই এমন সব দেশকে টার্গেট করে নিয়ে থাকে যারা সম্প্রতিক সময়ে বেইজিংয়ের প্রতি অসন্তুষ্ট হয়েছে এবং তাদের নীতি বা আচরণে পরিবর্তন আনতে বাধ্য করেছে। শুয়োরের মাংস আমদানি নিষিদ্ধ করা হয়েছে মূলত বার্লিন যাতে চীনকে বিচ্ছিন্ন করার ওয়াশিংটনের প্রচারে যোগ না দেয় এবং চীনের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করা বন্ধ করে সে জন্য সতর্কতা।

সম্প্রতি চীনের জবরদস্তি কূটনীতির আরেক শিকার অস্ট্রেলিয়া। চীন-অস্ট্রেলিয়ান সম্পর্ক উষ্ণ হলেও এপ্রিল মাসে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে ক্যানবেরা স্বতন্ত্র তদন্তের আহ্বান জানালে এই সম্পর্ক হিমশীতল হয়ে পড়ে। কয়েক সপ্তাহের মধ্যে চীন বেশ কয়েকটি অস্ট্রেলিয়ান সরবরাহকারী থেকে গরুর মাংস আমদানি নিষিদ্ধ করে। এছাড়া অস্ট্রেলিয়ার বার্লি এবং ওয়াইন আমদানির উপর অ্যান্টি ডাম্পিং কর আরোপ করে। চীনের নাগরিকরা যাতে অস্ট্রেলিয়া ভ্রমণ না করে সে জন্য সতর্কবার্তাও দিয়েছিল বেইজিং।

অস্ট্রেলিয়ার আগে বেইজিংয়ের আক্রোশের শিকার হয়েছিল কানাডা। দেশটির কর্তৃপক্ষ আমেরিকার অনুরোধে ২০১৮ সালের শেষদিকে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানজুহুকে আটক করেছিল। সে সময় বেইজিং জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে দু’জন কানাডিয়ানকে আটক করে কারাগারে পাঠায়, পাশাপাশি বেইজিং ভ্রমণের সতর্কতা জারি করে। এছাড়া কানাডিয়ান সয়াবিন, ক্যানোলা এবং মাংসের আমদানি নিষিদ্ধ করেছিল।

একইভাবে বেইজিংয়ের আক্রোশে পড়েছে ফিলিপাইন এবং জাপান। দেশ দুটির সঙ্গে চীনের আঞ্চলিক বিরোধ রয়েছে। চীনের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করে বেইজিংয়ের তোপে পড়েছে সুইডেন। যুক্তরাজ্য এবং মঙ্গোলিয়া দালাই লামার সফরের কারণে এবং মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাওয়ার ফলে বেইজিংয়ের আক্রোশে পড়েছে দক্ষিণ কোরিয়া।

বর্তমানে চীনের আগ্রাসী কূটনীতির প্রতিফলন লক্ষ্য করা যায় বিশ্বের প্রতিটি প্রান্তে। অনেকে মনে করছেন, চীনের এই জবরদস্তি বাণিজ্য কূটনীতির একটি বিপরীত নেতিবাচক প্রভাব আছে। এই আগ্রাসী কূটনীতি চীনকে বিশ্ব থেকে দূরে ঠেলে দিচ্ছে। সূত্র : ফাইনান্সিয়াল টাইমস।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক ৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ড ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ৬০০ কোটি টাকার মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটি ব্যাসেল-৩ ফ্রেমওয়ার্কের আওতায় টায়ার-১ মূলধন বাড়ানোর লক্ষ্যে বন্ড ছাড়বে।

বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর ব্যাংকটি এই বন্ড ছাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

  1. বেক্সিমকো ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. দ্যা সিটি ব্যাংক
  4. ব্র্যাক ব্যাংক লিমিটেড
  5. এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
  6. সন্ধানী লাইফ ইন্সুরেন্স
  7. বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
  8. ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি
  9. নিটল ইন্সুরেন্স কোম্পানি
  10. ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।