কেডিএস এক্সেসরিজের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ৭.৫ শতাংশ নগদ ও ৭.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৯৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/

বৈশ্বিক পারফরম্যান্সে বাংলাদেশের শেয়ারবাজার শীর্ষে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনায় বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও ভালো পারফর্ম করছে বাংলাদেশের শেয়ারবাজার। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিসহ সংশ্লিষ্টদের বেশ কিছু পদক্ষেপে টানা উত্থানও দেখা গেছে। ফলে শেয়ারবাজার নিয়ে আগের চেয়ে আশাবাদী ক্ষুদ্র বিনিয়োগকারীরাও।

এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেডের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর—এই তিন মাসে শেয়ারবাজার উত্থানে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। এমনকি ২৪.৪ শতাংশ উত্থানের মধ্য দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশের শেয়ারবাজার। এই সাফল্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এই দেশ দুটিও বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

বাংলাদেশের পরের স্থানে থাকা পাকিস্তানের শেয়ারবাজারে জুলাই-সেপ্টেম্বরে উত্থান হয়েছে ১৯.৪০ শতাংশ। ১৭ শতাংশ উত্থানের মাধ্যমে তৃতীয় স্থানটি দখল করেছে শ্রীলঙ্কার শেয়ারবাজার। চতুর্থ স্থানে থাকা সৌদি আরবের শেয়ারবাজারের অগ্রগতি হয় ১৪.৯ শতাংশ এবং পঞ্চম স্থানে থাকা সুইডেনের শেয়ারবাজারে উত্থান হয় ১৪.৩ শতাংশ।

এর আগে গত আগস্টেও বাংলাদেশের শেয়ারবাজার বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করে। ওই সময় উত্থান হয় ১৫.৮ শতাংশ। সে সময় দ্বিতীয় স্থানে ছিল ভিয়েতনাম। ওই সময় দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামের শেয়ারবাজারে উত্থান হয় ১০.৪০ শতাংশ। ৭.৪০ শতাংশ উত্থানের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল রুমানিয়া।

এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটালের প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে ২৪.৪ শতাংশ এগিয়েছে, যা এশিয়া ও বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম্যান্স।’

কম সুদের হার, করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের শেয়ারবাজার আকর্ষণ তৈরি হয়েছে। এর পাশাপাশি রপ্তানি ও রেমিট্যান্সে সাফল্য এই জাগরণে ভূমিকা রেখেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শেয়ারবাজারের উত্থান হয়েছে দেশীয় বিনিয়োগকারীদের দ্বারা। বিদেশিদের নিট বিক্রির পরিমাণ বেশি সত্ত্বেও দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ দ্বারা এই উত্থান হয়েছে।

এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানটি দখল করেছে ভিয়েতনাম। বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। শেষ ১২ মাসে প্রতিদিন গড়ে ভিয়েতনামের শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১৯০ মিলিয়ন ইউএস ডলার। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের শেয়ারবাজারে শেষ ১২ মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬ মিলিয়ন ডলার। আর বাংলাদেশের শেয়ারবাজারে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৫০ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর দেশের শেয়ারবাজার চাঙ্গা করতে ব্যাংকের বিনিয়োগ বৃদ্ধি, মূলধন, ভালো কম্পানির আইপিও ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর উদ্যোগসহ নানা পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে শেয়ারবাজার পরিচালনায় দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশন সুশাসন ফেরাতে আইন সংস্কার ও অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। আইনের ব্যত্যয় করায় তালিকাভুক্ত কম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জরিমানা করতে থাকে। এসব পদক্ষেপে এই বাজারে আস্থা ফিরতে থাকে।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীর আস্থা ও সুশাসন ফেরানোর ওপর জোর দেওয়া হয়। বিনিয়োগকারীর স্বার্থকে প্রাধ্যান্য দিয়ে শেয়ারবাজার আইন-কানুন প্রণয়ন করা হচ্ছে। বিনিয়োগকারীর জমানো মূলধন কেউ যেন খেয়ে ফেলতে না পারে, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আস্তে আস্তে আস্থা বাড়ছে। সবার অংশগ্রহণে শেয়ারবাজারকে অনেক ওপরে নিয়ে যেতে চাই। সুশাসন প্রতিষ্ঠার আশ্বাস পাওয়ায় বিনিয়োগকারীরা ফিরছেন। একটি স্থিতিশীল শেয়ারবাজার গড়তে জোর দেওয়া হচ্ছে।’

স্টকমার্কেটবিডি.কম/

 

 

 

১৯ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়োগপত্র ও মাসিক খাদ্যভাতা প্রদানসহ ১৫ দফা দাবি পূরণের লক্ষ্যে ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকদের ছয়টি সংগঠনের জোট নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে জোটের আহ্বায়ক ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন এ ঘোষণা দেন।

সংগঠনের পক্ষে অন্যান্য দাবি সমূহের মধ্যে রয়েছে, নৌযানের মাস্টারশিপ-ড্রাইভারশিপ (চালকদের যোগ্যতা নির্ধারণী) পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস ও নৌ অধিদপ্তর কর্তৃক শ্রমিকদের নানা ধরনের হয়রানি বন্ধ, শ্রমিকদের স্বাস্থ্য সুবিধা প্রদান ও কল্যাণ তহবিল গঠন।

এর আগে ১১ দফা দাবিতে ২০ অক্টোবর মধ্যরাত (১৯ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট) থেকে সারা দেশে অনির্র্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রম ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি শেখ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও ঢাকা নদীবন্দর শাখার সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার ও দপ্তর সম্পাদক মো. কবির হোসেন এবং লাইটারেজ শ্রমিক ইউনিয়ন- মংলা বন্দর শাখার কার্যকরী সভাপতি মো. ফিরোজ মাস্টার।

মানববন্ধনে নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের আহ্বায়ক ও লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও খাদ্যভাতা প্রদান, সার্ভিস বুক খোলা, কল্যাণ তহবিল গঠন, নৌ পরিবহন অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারি কর্তৃক অকারণে শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে।

বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি শেখ ওমর ফারুক বলেন, ১৫ দফা দাবির সমর্থনে আমরা ইতোমধ্যে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন। এছাড়া শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। সবাই আশ্বাস দিলেও আমাদের দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি। এ অবস্থায় ধর্মঘটে যাওয়া ছাড়া অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই।

এই নৌযান শ্রমিক নেতা আরো বলেন, আমাদের প্রতিটি দাবি যৌক্তিক। শ্রমিকদের নিয়োগপত্র, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের নৌ শ্রমিকদের জন্য কন্ট্রিবিউটরি প্রফিডেন্ট ফান্ড ও ফিশারীসহ অন্যান্য বেসরকারি খাতের নৌ শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন, মাসিক খাদ্যভাতা প্রদান, নৌ পরিবহন অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও হয়রানী বন্ধ- এসব দাবি পূরণ না হলে নৌ সেক্টর কখনও স্থিতিশীল হবে না।

স্টকমার্কেটবিডি.কম/

শর্তে পেঁয়াজ পাঠাবে ভারত, আনতে হবে চেন্নাই বন্দর দিয়ে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারত তাদের পেঁয়াজ রফতানি নীতিতে রাতারাতি আবার পরিবর্তন এনে ২০ হাজার টন পেঁয়াজ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে, যার একটা বড় অংশই বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা আছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিজিএফটি বা বৈদেশিক বাণিজ্য দফতর গত ৯ অক্টোবর (শুক্রবার) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাঁচটি শর্তাধীনে এই পেঁয়াজ বিদেশে পাঠানো হবে।

এর মধ্যে প্রধান শর্ত হলো, এই পেঁয়াজ সড়কপথে নয়, সমুদ্রপথে চেন্নাই বন্দর হয়েই পাঠাতে হবে। আর রফতানির প্রক্রিয়া শেষ হতে হবে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে।

দুই রকম প্রজাতির পেঁয়াজ আপাতত রফতানির অনুমতি পাওয়া গেছে। ব্যাঙ্গালোর রোজ আর কৃষ্ণাপুরম। দুটো প্রজাতিই মোট ১০ হাজার টন করে, অর্থাৎ মোট ২০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি মিলেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বন্ডকে শেয়ারে রূপান্তরিত করতে চায় যমুনা ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মূলধন বৃদ্ধির জন্য বে-মেয়াদী বন্ড ছেড়ে ৪০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনছে শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন আনা হচ্ছে। শেয়ারে অ-রূপান্তরযোগ্য (Non-Convertible) বন্ডকে রূপান্তরযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। তাদের মতামত জানতে ব্যাংকটি আগামী ৯ ডিসেম্বর বিকেল ৫টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ভার্চুয়াল প্ল্যাটফরমে এই সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।

উল্লেখ্য, গত ২৪ জুন শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় যমুনা ব্যাংকে বে-মেয়াদী জিরোকুপন বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৪০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

তখন পর্যন্ত বন্ডটির বৈশিষ্ট্য ছিল- এটি শেয়ারে রূপান্তর অযোগ্য, সুদের হার ভাসমান (Floating Rate) এবং জামানতবিহীন (Unsecured)। এর কুপন রেট (সুদের হার) হতে পারে ১১ থেকে ১৪ শতাংশ পর্যন্ত। আলোচিত বন্ডের প্রতি ইউনিটের মূল্য এক লাখ টাকা। ন্যুনতম একটি বন্ডে বিনিয়োগ করতে হবে। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক- বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীরা এই বন্ড কিনতে পারবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ দেওয়া হবে।

ব্যাংকের প্রাইমারি রেগুলেটর বাংলাদেশ ব্যাংক আলোচিত বন্ডের অনুমোদন দেওয়ার সময় এটিকে শেয়ারে রূপান্তরের শর্ত দিয়েছে। তবে ব্যাংকটির সিইটি-১ ক্যাপিটাল ৪.৫ শতাংশের নিচে নামলেই কেবল এই শর্ত প্রযোজ্য হবে। আর ক্যাপিটাল ওই সীমার উপরে থাকলে বন্ডকে শেয়ারে রূপান্তর করতে হবে না।

জানা গেছে, যমুনা ব্যাংকের সিইটি-১ ক্যাপিটাল ১৩ শতাংশের কাছাকাছি। তাই ব্যাংকটির জন্য বন্ডকে শেয়ারে রূপান্তর করা জরুরি নয়। তবুও রেগুলেটরের শর্ত মেনে বিকল্প রাখার জন্য বন্ডের বৈশিষ্ট্যে পরিবর্তন আনা হচ্ছে। তার জন্য নেওয়া হচ্ছে শেয়ারহোল্ডারদের মতামত।

স্টকমার্কেটবিডি.কম/

এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা ৩ টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বেলা ৪ টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক ৩০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ মোহাম্মদ নুরুন নেওয়াজ নামে ব্যাংকের এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ২৯ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

  1. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  2. এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
  3. ওয়ালটন হাই-টেক
  4. ব্র্যাক ব্যাংক
  5. বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
  6. বেক্সিমকো ফার্মা
  7. রূপালী ইন্স্যুরেন্স
  8. রিপাবলিক ইন্স্যুরেন্স
  9. বেক্সিমকো লিমিটেড
  10. নর্দান ইন্স্যুরেন্স লিমিটেড।

দিনশেষে লেনদেন কমলেও সূচক বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে দিনশেষে সেখানে সূচক বেড়েছে । অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৮টির। আর দর অপরিবর্তিত আছে ৭৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক,বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড ও নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৪.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৮৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/