আরএন স্পিনিংয়ের ১৮ মাসে লোকসান ১.০৮ টাকা

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি আরএন স্পিনিং লিমিটেড ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা। এর আগের ১৮ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৪ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে এ তথ্য জানানো হয়।

এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ২৪ টাকা ৩৭ পয়সা। এর আগের ১৮ মাসে যা ২৫ টাকা ৬২ পয়সা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

তদন্তের খবরে দর হারানোর তালিকায় ডরিন পাওয়ার

DOREEN-POWERনিজস্ব প্রতিবেদক :

ডরিন পাওয়ার জেনারেশনের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ খবরে সোমবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর হারানো কোম্পানির তালিকায় উঠে এসেছে কোম্পানিটি। এ দিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯.৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডরিন পাওয়ারের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩.৭ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১১১.৯ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার ১১১.৪ টাকা থেকে ১১৯.৯ টাকায় লেনদেন হয়।

এর আগে ১৬ অক্টোবর ডরিন পাওয়ারের শেয়ার দর ছিল ৭০.১ টাকা। যা ৫৩.৬ টাকা বা ৭৬.৪৬ শতাংশ বেড়ে ৩০ অক্টোবর লেনদেন শেষে ১২৩.৭ টাকায় দাঁড়ায়। এই শেয়ার দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে ৩০ অক্টোবর বিএসইসি তদন্ত কমিটি গঠন করেছে। এক্ষেত্রে ২ সদস্যের কমিটি গঠন করেছে।

কমিটির সদস্যরা হলেন-বিএসইসির উপ-পরিচালক মো. শামসুর রহমান ও মোস্তারি জাহান। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে এ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

কহিনুর ও ওরিয়নের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কহিনুর কেমিক্যাল ও ওরিয়নের ইনফিউশন লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টা হতে ৫ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটিগুলো।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে। সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও এজিএম সংক্রান্ত সিদ্ধান্ত নিবে কোম্পানিটি দুটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

সমতা লেদারের নো ডেভিডেন্ট ঘোষণা

samataনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাবুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‌নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সোমবার কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে। এ সময়ে লভ্যাংশ ঘোষণার এ সিদ্ধান্ত হয়।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৬ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৬ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডেল্টা স্পিনার্সের ১০% লভ্যাংশ ঘোষণা

deltaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৪ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৫০ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম

মেঘনা পেট্রােলিয়ামের বোর্ড সভা আহবান

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি মেঘনা পেট্রােলিয়াম লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা সাড়ে ৫ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটি।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে। একই সভায় সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও এজিএম সংক্রান্ত সিদ্ধান্ত নিবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

মতিন স্পিনিংয়ের বোর্ড সভা ৯ নভেম্বর

motinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের দুটি বোর্ড সভা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সমাপ্ত বছরের ও চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটি।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও এজিএম সংক্রান্ত সিদ্ধান্ত নিবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে ৩৮৯ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৮৯ কোটি টাকা। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২৫ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৪৫৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, এমজেএল বিডি, আর্গন ডেনিমস, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, বিডি থাই, শাশা ডেনিমস, তিতাস গ্যাস, এ্যাপেলো ইস্পাত ও ন্যাশনাল টিউবস।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতাকাল রবিবার সেখানে ৩৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

৬৬ লাখ শেয়ার বিক্রি করবে প্রিমিয়ার ব্যাংক

primiarস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একজন স্পন্সর ৬৬ লাথ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। আজ এক কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কুতুবউদ্দিন নামে ব্যাংকের এই স্পন্সর ৬৬,১১,১৪৬ টি লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ৮৬,১১,১৪৬ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে অর্থ্যাৎ এক কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর