কেডিএস এক্সেসরিজ আইপিও আবেদন রবিবার

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

সদ্য অনুমোদন প্রাপ্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে আগামীকাল রবিবার থেকে আবেদন করা যাবে। আগামী ২০ আগস্ট পর্যন্ত এ আবেদন গ্রহণ করা যাবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৪৫তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ছেড়ে শেয়ারবাজার থেকে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২০ টাকায় ইস্যু করা হবে। সংগৃহীত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা

২৯ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

কেডিএস অ্যাকসেসরিস কেডিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের ব্যবসায়ী খলিলুর রহমান এ গ্রুপের চেয়ারম্যান।

স্টকমার্কেটবিডি.কম/এম

সোনার বাংলার বোনাস শেয়ার বিওতে

sonar-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইনস্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে পাঁচ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৬ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (ন্যাভ) ১৫ টাকা ৮২ পয়সা।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়।

গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৫ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১৭ টাকা ২০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দা
ম-আয় অনুপাত (পিই রেশিও) ১০ দশমিক ২৪।

স্টকমার্কেটবিডি.কম/এফ

ন্যাশনাল লাইফের এজিএম আজ

national-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রবিবার অনুষ্ঠিত হবে। এ দিন বেলা ১১টায় কারওয়ান বাজারে এনএলআই টাওয়ারে এজিএমটি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর আগের হিসাব বছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ নগদ ও ৩৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

গত এক বছরের জন্য এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৬৮ টাকা ও সর্বোচ্চ ১৯৫ টাকা ২০ পয়সা। সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার এর দাম দাঁড়ায় ১৮৯ টাকা ৯০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এফ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.৯০ শতাংশ

PEস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬.৮৬ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৬.৭১ পয়েন্ট। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ। এর আগের সপ্তাহে পিই কমেছিল ০.২৩ শতাংশ।

বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.৩৪ পয়েন্টে, আর্থিক খাতের ১৬.৬১, প্রকৌশল খাতের ২৬.৪৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩৫.৩০, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.৩৭, পাট খাতের ১৩২.৮৮, বস্ত্র খাতের ১১.৪৭, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৯৫, সেবা ও আবাসন খাতের ৩৩.৪৭, সিমেন্ট খাতের ৩০.০৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৯.৮২, চামড়া খাতের ৭৮.৮৮, সিরামিক খাতের ৩০.৮৮, বীমা খাতের ১৬.৪৫, বিবিধ খাতের ৩০.৩৯, পেপার ও প্রকাশনা খাতের ১৮.৫৩, টেলিযোগাযোগ খাতের ২১.৭৫, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৯২।

এদিকে ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৫.৮১ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৮৫.৫৫, ‘জেড’ ক্যাটাগরির -২৪.৪৭ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ৩২.৬৩ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

বিক্ষোভের পরেও শেয়ারবাজারে কর্মী প্রভিডেন্ট ফান্ড

pfস্টকমার্কেট ডেস্ক :

অবশেষে ভারতীয় শেয়ারবাজারে যাত্রা শুরু করল কর্মী প্রভিডেন্ট ফান্ড। বৃহস্পতিবার মুম্বই থেকে কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার কে কে জালান জানান, ‘‘আজ প্রায় ২০০ কোটি টাকা দিয়ে শুরু হল শেয়ারবাজারে আমাদের বিনিয়োগে।’’

এসবিআই মিউচুয়াল ফান্ডের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের মাধ্যমে প্রথম শেয়ারবাজারে বিনিয়োগ করছেন প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। এর জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এ নতুন দুটি ইটিএফ ফান্ড বৃহস্পতিবারই তালিকাভুক্ত করা হয়।

চলতি আর্থিক বছরে তহবিলে জমা পড়া নতুন টাকার ৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে বলে মুম্বইয়ে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। কিন্তু তিনি এ কথাও জানিয়ে দিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে বিনিয়োগের পরিমাণ ১৫ শতাংশে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, পিএফের টাকা বিনিয়গের জন্য কেন্দ্রীয় সরকার যে-প্রস্তাব গ্রহণ করেছে, তাতেই বলা হয়েছে, ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের জনসংযোগ বিভাগের কর্মকর্তা অরিন্দম সাহা জানান, পি এফের যে-টাকা ইটিএফে বিনিয়োগ করা হচ্ছে, তার ৭৫ শতাংশ হবে এনএসইতে।

মুম্বইয়ের অনুষ্ঠানে এ দিন দত্তাত্রেয় ও জালান ছাড়াও হাজির ছিলেন এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য এবং বিএসই-র ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চহ্বাণ।

পিএফ দফতর সূত্র জানিয়েছে যে, চলতি আর্থিক বছরে তাদের তহবিলে নতুন করে প্রায় ১ লক্ষ কোটি টাকা জমা পড়বে। তারই ৫ শতাংশ, অর্থাৎ ৫ হাজার কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে শেয়ারবাজারে। তবে পিএফ তহবিলে যে-টাকা গত আর্থিক বছরে অর্থাৎ ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত জমা পড়েছে, সেই টাকার কোনও অংশই আপাতত শেয়ারবাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে পিএফের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এসইউসিআই সমর্থিত ট্রেড ইউনিয়ন এআইইউটিইউসির সাধারণ সম্পাদক এবং পিএফের অছি পরিষদের সদস্য শঙ্কর সাহা বলেন, ‘‘পিএফের উদ্দেশ্য হল, সাধারণ কর্মীদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। আর শেয়ারবাজার হল মূলত ফাটকার জায়গা এবং চূড়ান্ত ভাবে ঝুঁকিপূর্ণ। তাই পিএফের টাকা শেয়ারবাজারে বিনিয়োগের আমরা পুরোপুরি বিরোধী।’’

আইএনটিইউসি-র রাজ্য সভাপতি রমেন পাণ্ডে-ও বলেন, ‘‘পিএফের টাকা কর্মীদের। তার উপর সরকারের কোনও অধিকার নেই। সরকার শুধু তা গচ্ছিত রাখতে পারে নিজের কাছে। তাই একক ভাবে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের তরফে তা বাজারে খাটানো অনুচিত।’’

স্টকমার্কেটবিডি.কম/এফ

সিএসইতে সপ্তাহের লেনদেন ৩২৩ কোটি টাকা

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের ৫ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৩২৩ কোটি টাকা ছাড়িয়েছে। যা আগের সপ্তাহের চেয়ে ৫৫ কোটি ৪৩ লাখ টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮১ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৪৩ লাখ টাকা।

গত সপ্তাহে সিএসইতে গড় লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৬৪ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৫৩ কোটি ৬৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টি কোম্পানির। আর দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিকে, সিএসই ব্রড ইনডেক্স বা সিএসইএক্স সূচক ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ৯০৭৯ পয়েন্টে।

সপ্তাহের ব্যবধানে সিএসপিআই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন স্পট মার্কেটে

progoti lস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে আগামীকাল থেকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। ২০ আগস্ট রেকর্ড ডেটের কারণে এ শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রথমার্ধে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের নিট বীমা তহবিলের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এদিকে আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির নিট বীমা তহবিল কমে গেলেও এপ্রিল-জুন প্রান্তিকে এসে তা বেড়েছে।

সম্প্রতি এর পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিবি মিলনায়তনে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এর তহবিল ১৭ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ৪০৬ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা, যা এর আগের বছর একই সময় ১৮ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩৭৫ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকায়।

দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এপ্রিল থেকে জুন পর্যন্ত কোম্পানিটির নিট জীবন বীমা তহবিল বেড়েছে ৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, যেখানে এর আগের বছর একই সময় তহবিল কমেছিল ২ কোটি ৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে লেনদেনের তালিকায় ইউনাইটেড এয়ার

unitedস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ জুড়ে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এ ক্যাটাগরির কোম্পানি ইউনাইটেড এয়ার বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ২.৭৫% শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয় ৯৮ কোটি ৭৭ লাখ টাকা। আর লেনদেনকৃত শেয়ারের পরিমান ছিল ৮ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৮৪০ টি।

গত সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথম অবস্থানে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলোর মধ্যে আরো রয়েছে– লাফার্জ সুরমা সিমেন্ট ১২৭ কোটি ৯৪ লাখ টাকা, ইসলামী ব্যাংক ১১০ কোটি ৪৫ লাখ টাকা, স্কয়ার ফার্মা ১০০ কোটি ৩২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ৯৭ কোটি ৮৯ লাখ টাকা, বেক্সিমকো ৯০ কোটি ৫ লাখ টাকা, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ৮৫ কোটি ৭৬ লাখ টাকা, এ্যাপোল ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ৭৮ কোটি ৯৫ লাখ টাকা ও শাশা ডেনিমস লিমিটেডের লেনদেন হয়েছে ৭১ কোটি ২৫ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম