শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
এ বছরে সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৮১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ১৮.৪৮ টাকা।
আগামী ৫ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ