নিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে দিনের লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে বেড়েছে লেনদেন। আজ বুধবার ডিএসইতে ৫৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৪৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭১৩ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। যা গতকাল মঙ্গলবার এ লেনদেন ছিল ৪৪০ কোটি টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণফোন, সামিট পাওয়ার লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কাশেম ড্রাইসেলস।
এদিকে বুধবার দিনশেষে সিএসই সার্বিক সূচক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭২ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ১৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭০ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে