অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলো বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ মঙ্গলবার এম.টি বাংলার জ্যোতি” ও “এম.টি বাংলার সৌরভ” জাহাজে সংগঠিত অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান বিএসসি টাওয়ারে (দৈনিক বাংলা মোড়, ঢাকা) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয় প্রধান অতিথি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সম্মনিত ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। অনুষ্ঠানে নিহত চারজন কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের প্রত্যেক পরিবারকে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর “এম.টি বাংলার জ্যোতি” জাহাজ ডলফিন জেটিতে অবস্থানকালে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের জনাব সৌরভ কুমার সাহা (২৩), ডেক ক্যাডেট; জনাব মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং জনাব হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার নিহত হন।

ঘটনাক্রমে, গত ০৫.১০.২০২৪ তারিখ “এম.টি বাংলার সৌরভ” জাহাজে বহিঃনোঙরে (চার্লি অ্যাংকরেজ) অবস্থানকালীন অগ্নি দুর্ঘটনায় মোঃ সাদিক মিয়া (৫৯) আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন । নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনার পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এছাড়াও, তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০,০০০/- (টাকা পঞ্চাশ হাজার) করে মোট ২ (দুই) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

স্টকমার্কেটবিডি.কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *