আইডিআরএ’র ১৫৫ জনের জনবল-কাঠামো চূড়ান্ত

idr-smbdনিজস্ব প্রতিবেদক :

চার বছর ঝুলে থাকার পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ১৫৫ জনের জনবল-কাঠামো শেষ পর্যন্ত চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এ অনুমোদনের কথা জানিয়ে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদকে চিঠি পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ অনুযায়ী ২০১১ সালের জানুয়ারি থেকে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আইডিআরএ। কিন্তু জনবল-কাঠামো না থাকায় সংস্থাটি কোনো লোক নিয়োগ করতে পারছিল না।

জানতে চাইলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘চিঠি পেয়েছি। এখন নিয়োগ-প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেব।’ দেরি হলেও জনবল-কাঠামোটি শেষ পর্যন্ত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন আইডিআরএর চেয়ারম্যান।

জনবল-কাঠামোতে চেয়ারম্যান ও সদস্যদের বাইরে মোট পদ করা হয়েছে ১৫৫টি। এর মধ্যে নির্বাহী পরিচালক ৪, পরিচালক ৭, উপপরিচালক ১৫, সহকারী পরিচালক ২৫ ও কর্মকর্তার পদ রয়েছে ২৮টি।

এ ছাড়া রয়েছে প্রোগ্রামার ১, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ১, চেয়ারম্যানের একান্ত সচিব ১, প্রোগ্রাম অপারেটর ৫, কম্পিউটার অপারেটর ১০, চেয়ারম্যান ও সদস্যদের সহকারী ৫, ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ২০, গাড়িচালক ১০, অফিস সহায়ক ২০, ক্লিনার ২ এবং ইলেকট্রিশিয়ানের ১টি পদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত জনবল-কাঠামোতে ১০ অতিরিক্ত পরিচালকের পদ থাকলেও অর্থ মন্ত্রণালয় তা একেবারেই বাদ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *