আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : শিল্পমন্ত্রী

amu.smbdনিজস্ব প্রতিবেদক :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উন্নয়ন ও স্বচ্ছতা একই সূত্রে গাঁথা। কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এই বাস্তবতা বিবেচনা করে আমাদের বিভিন্ন আর্থিক ও নীতি সংস্কারের উদ্যোগ নিতে হবে।

রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দি ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত সাফা আন্তর্জাতিক কনফারেন্স ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্টেন্টসের (সাফা) অর্জুনা হেরাথ।

প্রধান অতিথির বক্ত্যবে মন্ত্রী বলেন, পেশাদার হিসাবধারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা ও দক্ষ করপোরেট ব্যবস্থাপনায় তারা দক্ষতার প্রমাণ দিচ্ছেন।

আইসিএমএবি-র প্রেসিডেন্ট এ.এস.এম. শায়খুল ইসলাম বলেন, পেশাদার এ্যাকাউন্টেন্টরা নিয়োজিত কোম্পানির সাথে সাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। এ ছাড়া পেশাদার এ্যাকাউন্টেন্টরা জনগণের আগ্রহকে বিবেচনা করে কাজ করে থাকেন। আর পেশাদার এ্যাকাউন্টেন্টদের দক্ষতার কারণে কোম্পানির মালিকরা সন্তুষ্ট থাকেন।

আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম বলেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং এ্যাক্ট দেশের ফাইন্যান্স খাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স পরিপালনে বাধ্যবাধকতাও ইতিবাচক ভূমিকা রাখবে।

দুইদিন ব্যাপী এ সম্মেলনের প্রথম দিন আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, আইসিএমএবি’র সেক্রেটারি আব্দুর রহমান খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *