স্টকমার্কেটবিডি ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার (ডিএসই ট্রেক#১৮১) ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নাম ও আইডি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির নতুন নাম ”ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড”। কোম্পানিটির তিন ডিজিটের আইডিও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ইউসিবির আইডি হবে ’ইউবিআর’।
আগামী সোমবার ২২ ফেব্রুয়ারি থেকে ইউসিবির নতুন নাম ও আইডি কারযকর হবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ