স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রা প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৩২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৭টির আর অপরিবর্তিত আছে ৩০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, শাহজিবাজার পাওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, সামিট পোর্ট, লাভেলো আইসক্রিম, বারাকা পতেঙ্গা পাওয়ার, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও আফতাব অটোস।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩০ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি




