
একমি পেস্টিসাইড কোম্পানির লোগো
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি একমি পেসটিসাইডস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৮ নভেম্বর এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে আজ বৃহস্পতিবার বোর্ড সভাটি র দিন নির্ধারণ করা হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩টায় রাজধানীর শ্যামলীতে কোম্পানিটির অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি




