শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিন স্পিনিং লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৯ জুলাই। আর এটা চলবে ২৬ আগষ্ট পর্যন্ত। রাইট শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।
সম্প্রতি কোম্পানিটিকে রাইট শেয়ারের মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৩তম সভায় কোম্পানিটিকে এই অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, জাহিন স্পিনিং লিমিটেডকে রাইট (১:১ অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এর ফলে ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০টি সাধারণ শেয়ার ১০ টাকা দামে ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেলো কোম্পানিটি। উত্তোলিত ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন এবং আংশিক ঋণ পরিশোধ করবে তারা।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি