ডিএসইতে ও সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সব ধরণের সূচকই কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ২২২৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪০৬ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি ৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪০ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামিন ফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, ড্রাগন সোয়েটার ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০১.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৭ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও এক্সিম ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *