ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৮৯৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৬.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০২ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১৯ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩২৯টির আর অপরিবর্তিত আছে ২৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সাপোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, মনোস্ফুল পেপার, বিএসসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রানার অটোস, সিভিও পেট্রো ও শাহজিবাজার পাওয়ার।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১০৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পদ্মা ওয়েল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *