স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৭১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৭৮ লাখ টাকা
ডিএসইতে দিনভর ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত আছে ৭৫টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, ফুয়াং ফুডস, বারাকা পতেঙ্গা পাওয়ার, এনআরবি ব্যাংক ও বিএসসি।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৭.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১৬ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি