দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২২৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন অাগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৮৮ কোটি ২১ লাখ টাকা।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৭৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১১ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৩ টির। আর দর অপরিবর্তিত আছে ৬৩ টির দর।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –মার্কেন্টাইল ব্যাংক, সালভো কেমিক্যাল, আমরা নেটওয়ার্ক, কুইন সাউথ, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, গ্রামীন ফোন, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ ও মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৮.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৭৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪৪ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে একটু বেড়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্রিটিশ আমেরিকান ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএম