ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল বিদ্যুৎ বিভাগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ খাতে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহক সেবার মান উন্নয়নে এন্টারপ্রাইস রিসোর্সে প্ল্যানিং (ইআরপি) বাস্তবায়নে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। ইআরপি বাস্তবায়নের ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ব্যয় হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পারফরমেন্স পর্যালোচনা, তথ্যের অবাধ বিনিময়, তথ্যগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সরকারি পর্যায়ে বিদ্যুৎ বিভাগেই প্রথমবারের মত সফলভাবে ইআরপি বাস্তবায়ন করা হয়েছে। যা অন্যান্য প্রতিষ্ঠানেও উৎসাহের সঞ্চার করবে। ’

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *