দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১১৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬০৬ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩২৮টির আর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল,খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, ফারইষ্ট নিটিং, সাপোর্ট, এপেক্স ফুটওয়ার, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও সিভিও পেট্রো।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১৫ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *