দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৮৬০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪০২ কোটি ২০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৫টির আর অপরিবর্তিত আছে ৪১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, সাপোর্ট, ডমিনেজ স্টিল, স্কয়ার ফার্মা, মনোস্ফুল পেপার, বিএসসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, পাওয়ার গ্রিড ও রানার অটোস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৪৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *