স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৩৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১১ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২১টির আর অপরিবর্তিত আছে ৭৩টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিভিও পেট্রো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, কে এন্ড কিঊ, সাপোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২৬.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১০০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ১২ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি




