দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়রেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত আছে ৩০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –শাহজিবাজার পাওয়ার, আফতাব অটোস, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, খানব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, রানার অটোস, ওরিয়ন ইনফিউশন ও সামিট পোর্ট।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৪২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *