দুই এক্সচেঞ্জে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪৪৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৯ কোটি ২৮ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৬ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিভিও পেট্রো, সোনালী পেপার, সাপোর্ট, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিলস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কে এন্ড কিউ, বিএসসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকা। গত সোমবার সেখানে ১৬ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *