পদ্মা সেতু দিয়ে ঢাকা গেল নতুন কমিউটার ট্রেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা-শিবচর-ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে মাদারীপুরের শিবচর রেলস্টেশনের সামনে ট্রেনটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ।

পরে মন্ত্রী, চিফ হুইপসহ অতিথিরা টিকিট কেটে ট্রেনটিতে শিবচর থেকে পদ্মা স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন। সেখানে গিয়ে ফিতা কেটে বাঁশি বাজালে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রধান অতিথি রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘ভাঙ্গা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *