স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ানি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.৩৪ টাকা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬.৭১ টাকা। যা গত ২০২৪ সালেে ৩১ ডিসেম্বর ছিল ৬.৯৯ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি