শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য বিগত দুই বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৮ ও ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
৩০ জুন ২০১৯ সালের জন্য কোম্পানিটি ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর এর আগের বছরের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে।
২০১৮ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১.৬৯ টাকা।
২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১.৬১ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ আগষ্ট।
স্টকমার্কেটবিডি.কম