বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি মূল্য বেশি হওয়ায় শনিবার থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ আছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোল্ডার পাথরের আমদানি মূল্য পুনর্নির্ধারণ করা না হলে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে।

‘ভারত ও ভুটানের বোল্ডার পাথরের আমদানি মূল্য অনেক বেশি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা লোকসানে পড়ছেন। এ বিষয়ে জানুয়ারির মাঝামাঝিতে পাথরের মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ওই চিঠিতে ব্যাংক সুদ ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের বিভিন্ন বিষয় উল্লেখ করে ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকদের বোল্ডার পাথরের মূল্য পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে।’

তার ভাষ্য, ‘আমরা ভারত-ভুটানের বোল্ডার পাথর রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করছি।’

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *