স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সম্প্রতি অনুষ্ঠিত মাইডাস ফাইন্যান্সিং পিএলসির (এমএফপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৭৫তম সভায় মুস্তাফিজুর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনঃনিয়োগ দেওয়া হয়। তিনি মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন ২০১৯ সালের ২ মে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আগামীকাল থেকে মুস্তাফিজুর রহমানকে তৃতীয় বারের মতো ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২ বছর ৯ মাসের জন্য পুনঃনিয়োগ অনুমোদন করে পরিচালনা পর্ষদ।
মুস্তাফিজুর রহমান ১৯৮৮ সালের জুলাই মাসে আইডিএলসি ফাইন্যান্সে কর্মজীবন শুরু করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আর্থিক খাতে ৩৭ বছর ধরে তিনি কয়েকটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে (লংকাবাংলা ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং সিভিসি ফাইন্যান্স) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। বিগত ১৬ বছর তিনি যথাক্রমে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং সিভিসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি