স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন বা ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭৯ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় কমেছে।
এ বছর জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৩৪ টাকা। এই অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির আয় কমেছে।
চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২২.১৪ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২০.৯৪ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড